Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের সর্বোচ্চ বেতনের গোলরক্ষক ডি গিয়া


২১ জুলাই ২০১৯ ১৮:৫৫

প্রাক-মৌসুমের শুরুটা জয় দিয়ে করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের মিশন শুরু করেছে ওলে সুলশারের শিষ্যরা। এই ম্যাচের পর আরও বড় খবর জানালো ইউনাইটেড। রোববার (২১ জুলাই) স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার সঙ্গে চুক্তি নবায়ন করেছে ইংলিশ ক্লাবটি।

নবায়নকৃত চুক্তিতেই থেমে থাকেনি ইউনাইটেড। সর্বোচ্চ বেতন দিয়েই ৬ বছরের জন্য ডি গিয়াকে ধরে রাখলো ইংলিশ ক্লাবটি। তাতে সর্বোচ্চ বেতন ভুক্ত গোলরক্ষকের তালিকায় শীর্ষে উঠে রেকর্ডও গড়লেন ডি গিয়া।

বিজ্ঞাপন

২০২০ সালের জুন পর্যন্ত ডি গিয়ার সঙ্গে চুক্তি ছিল ইউনাইটেডের। বেশ কয়েকবার এই চুক্তি নবায়নে ক্লাব আগ্রহ দেখালেও এগিয়ে আসেননি স্প্যানিশ এই গোলরক্ষক। অবশেষে দুই পক্ষের সমঝোতায় ২০২৫ পর্যন্ত ইউনাইটেডে থাকতে রাজী হয়েছেন ডি গিয়া। ১১৭ মিলিয়ন পাউন্ডে চুক্তি নবায়নে রাজী হন তিনি। তাতে প্রতি সপ্তাহে ডি গিয়ার অ্যাকাউন্টে জমা হবে ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড। দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাওয়া রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবাউট কোরতোইস প্রতি সপ্তাহে পান ২ লাখ ২০ হাজার পাউন্ড।

২৮ বছর বয়সী ডি গিয়া আগে প্রতি সপ্তাহে পেতেন ২ লাখ পাউন্ড। ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি আগ্রহ দেখিয়েছিল, তাতে সাড়া দেননি ইউনাইটেড গোলরক্ষক। ১৮ মাস ক্লাবের আগ্রহে পানি ঢাললেও অবশেষে মন গলেছে এই স্প্যানিশের। তাতে বিশ্বরেকর্ড গড়ে সর্বোচ্চ বেতনভোগী গোলরক্ষক হওয়ারও সুযোগ পেলেন ডি গিয়া।

২০০৮-০৯ মৌসুমে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের ‘বি’ দলে খেলা ডি গিয়া ২০০৯ সালে যোগ দেন ক্লাবের মূল দলে। ২০১১ সালে পাড়ি জমান ইংল্যান্ডে, নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেডে। অ্যাতলেতিকোতে ৮৪ ম্যাচ খেলা এই স্প্যানিশ গোলরক্ষক ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৪৮১ ম্যাচ। ইউনাইটেডে আট মৌসুমে খেলেছেন ৩৬২ ম্যাচ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

গোলরক্ষক ডি গিয়া বেতন ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর