Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুমরাহ শুধু টেস্টে, নতুন মুখ নবদীপ


২১ জুলাই ২০১৯ ১৭:২১ | আপডেট: ২১ জুলাই ২০১৯ ১৭:২৩

আগস্টে শুরু হতে যাওয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। ক্যারিবীয়ান সফরে ভারত তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে আর দুটি টেস্ট ম্যাচ খেলবে। তিন ফরম্যাটেই দলের অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট না খেলা মহেন্দ্র সিং ধোনি ওয়ানডে কিংবা টি-টোয়েন্টির স্কোয়াডে নেই।

ঋষব পান্তকে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে তিন ফরম্যাটেই। নতুন মুখ হিসেবে দলে জায়গা করে নিয়েছেন হরিয়ানার ২৬ বছর বয়সী পেসার নবদীপ সাইনি। ডানহাতি এই পেসার টি-টোয়েন্টি আর ওয়ানডে স্কোয়াডে আছেন। পেসার ভুবনেশ্বর কুমার টি-টোয়েন্টি, ওয়ানডের স্কোয়াডে থাকলেও টেস্টের স্কোয়াডে নেই। এদিকে, শুধু টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে পেসার জাসপ্রিত বুমরাহকে।

বিজ্ঞাপন

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে টিম ইন্ডিয়ার মিশন। ৩ ও ৪ আগস্ট প্রথম দুই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে কোহলির দল খেলবে ফোর্ট লডারহিলে। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে ৬ আগস্ট, গায়ানায়।

৮ আগস্ট গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১১ এবং ১৪ আগস্ট সিরিজের শেষ দুটি ওয়ানডে হবে ত্রিনিদাদে। ২২-২৬ আগস্ট অ্যান্টিগায় হবে প্রথম টেস্ট ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট, ভেন্যু জ্যামাইকা।

ভারতের টি-টোয়েন্টির স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়ার্স আয়ার, মনিষ পান্ডে, ঋষব পান্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহর, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার, নবদীপ শাইনি।

বিজ্ঞাপন

ভারতের ওয়ানডে স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়ার্স আয়ার, মনিষ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুভেন্দ্র চাহাল, কেদার যাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নবদীপ শাইনি।

ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, রোহিত শর্মা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রিদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব।

সারাবাংলা/এমআরপি

ওয়েস্ট ইন্ডিজ বিরাট কোহলি ভারত মহেন্দ্র সিং ধোনি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর