Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা ডায়নামাইটসে বিশ্বকাপ জয়ী অধিনায়ক মরগান


২১ জুলাই ২০১৯ ১৩:২৭

ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে বিপিএলের সপ্তম আসর। আসন্ন আসরকে সামনে রেখে এরই মধ্যে ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিপিএলের দলগুলো। বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানকে দেখা যাবে বিপিএলের সপ্তম আসরে। ইংলিশ এই দলপতি খেলবেন গতবারের রানার্সআপ ঢাকা ডায়নামাইটসে।

ডায়নামাইটস ফ্র্যাঞ্চাইজিটি মরগানের বিষয়টি নিশ্চিত করেছে। প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসবেন মরগান।

আসন্ন বিপিএলে রাজশাহী কিংসে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জেপি ডুমিনিকে। নতুন মৌসুমের জন্য দলে ভেড়ানো রাজশাহীর প্রথম বিদেশি ক্রিকেটার ডুমিনি।

এদিকে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন এরই মধ্যে খুলনা টাইটান্সে যোগ দিয়েছেন। একই দলে যোগ দেওয়ার কথা প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরের। গতবার তিনি একটি ম্যাচেও খেলতে পারেননি। এছাড়া, প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার যোগ দিতে পারেন ঢাকা ডাইনামাইটসে।

সারাবাংলা/এমআরপি

ইয়ন মরগান ঢাকা ডায়নামাইটস বিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর