Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম অবশ্যই আগের ফর্মে ফিরবে, আশাবাদ নাফিসের


২০ জুলাই ২০১৯ ২০:২২ | আপডেট: ২১ জুলাই ২০১৯ ১৪:১৬

চট্টগ্রাম ব্যুরো: দুই দশক আগে চট্টগ্রাম শহরের কাজির দেউড়ির বিখ্যাত খান বাড়ির সন্তান আকরাম খান নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলকে। অধিনায়ক আকরামের হাত ধরেই এসেছিল আইসিসি ট্রফি। দুই দশক পর খান বাড়ির আরেক তারকা তামিম ইকবাল পেয়েছেন জাতীয় দলের অধিনায়কের মর্যাদা।

খান বাড়িতে এখন আনন্দের বন্যা। শুধু কি খান বাড়ি, চট্টগ্রামের ক্রিকেট পাড়ায়ও আনন্দের বন্যা! এ যে চট্টগ্রামেরও গর্ব! তবে এর মাঝেও তামিমের বড় ভাই জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবালের কণ্ঠে কিছুটা বিষাদের সুর। প্রয়াত বাবার স্মৃতি বিষাদ এনে দিয়েছে নাফিসের মনে, ‘বাবার হাত ধরেই আমরা (নাফিস ও তামিম) ক্রিকেট শিখেছি। বাবাই আমাদের খেলার জগতের মূল অনুপ্রেরণা। বাবা বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন।’

বিজ্ঞাপন

জাতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক মাশরাফির ইনজুরি, সহ-অধিনায়ক সাকিবের বিশ্রামে শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তামিম। টিম ম্যানেজমেন্ট আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তামিমের উপরই আস্থা রেখেছে। বড় ভাই নাফিস মনে করেন, বিশ্বকাপের ভাগ্য বিড়ম্বনা কাটিয়ে তামিম অবশ্যই আগের ফর্মে ফিরবেন।

শনিবার (২০ জুলাই) বিকেলে সারাবাংলা’র সঙ্গে কথা হয় নাফিস ইকবালের। এক ঘরে দুই অধিনায়ক, পরিবারের প্রতিক্রিয়া জানতে চাইলে সাবেক এই ওপেনার বলেন, ‘এটা আমার পরিবারের জন্য গর্ব, চট্টগ্রামের জন্য গর্ব, দেশের জন্য গর্ব। আমার পরিবার অবশ্যই গর্বিত।’

বাবা প্রয়াত ইকবাল খানের হাত ধরে ক্রিকেট শেখা, চাচা আকরাম খানের অনুপ্রেরণার কথা স্মরণ করলেন নাফিস। স্মৃতি হাতড়ে ফিরে গেলেন ২০ বছর আগে, ‘আমার চেয়ে তামিম বাবাকে বেশি পেয়েছে। তামিম ছিল বাবার প্রাণ। আমার তো ছোটবেলা কেটেছে ঢাকায় নানার বাড়িতে। তামিমকে একেবারে হাতে ধরে ক্রিকেট শিখিয়েছেন বাবা। আমিও শিখেছি বাবার কাছেই। এরপর আমরা দুই ভাই নিজ যোগ্যতায় উঠে এসেছি। আমার চাচা (আকরাম খান) অবশ্যই অনুপ্রেরণা দিয়েছেন। অবশ্যই উনার অবদান আছে। কিন্তু নাফিসের রানগুলো নাফিসকেই করতে হয়েছে। তামিমের রানগুলো তামিমকেই করতে হয়েছে।’

বিজ্ঞাপন

তামিমের বাবা ইকবাল খান ছিলেন ফুটবলার। একসময় ক্রিকেটও খেলেছেন। ২০০০ সালে মারা যান খ্যাতিমান এই ক্রীড়াবিদ। নাফিস যোগ করেন, তামিম জাতীয় দলে খেলছে। অধিনায়কের মর্যাদা পেয়েছে। আমিও জাতীয় দলে খেলেছি। কেবল আব্বা দেখে যেতে পারেননি।

সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটে তামিমের কিছুটা পিছিয়ে পড়া নিয়েও কথা বললেন নাফিস, ‘আমি মনে করি সে (তামিম ইকবাল) অনেক ক্যাপাবল। কিন্তু বিশ্বকাপে অনেক ক্ষেত্রেই তার ভাগ্য ফেভার করেনি। ওভারঅল বলতে গেলে সে খারাপও করেনি। তবুও আমি বলতে চাই, সে এমন একটা টিম নিয়ে শ্রীলঙ্কায় যাচ্ছে যেখানে মাশরাফি-সাকিবরা নেই, তার ফর্মটা ফিরে আসবেই, অবশ্যই তামিম ভালো করবে।’

ভাইকে কোনো পরামর্শ দিয়েছেন কি না জানতে চাইলে নাফিস বলেন, ‘আমাদের পরিবারে কয়েকজন ক্রিকেটার আছি বলে বাইরে থেকে অনেকেই মনে করেন, আমরা বোধহয় সবসময় একজন আরেকজনের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলি। বাস্তবে সেটা না। ক্রিকেট নিয়ে আমাদের মধ্যে কথা হয় খুব কম। আমাদের যার যার ক্যারিয়ার তার নিজস্ব। পরামর্শের প্রয়োজন নেই, বিসিবিতে ভালো ভালো প্রশিক্ষক আছেন, তারা টেককেয়ার করবেন। অবশ্যই তামিম ভালো রেজাল্ট আনবে।’

জাতীয় দলকে এই প্রথমবার ওয়ানডেতে নেতৃত্ব দিতে যাওয়া তামিম ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই অধিনায়ক ছিলেন। ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটা দলের অধিনায়ক। ২০১৬-১৭ মৌসুমে টেস্টে তামিম জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচেই মাত্র অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন তামিম, ম্যাচটি হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ দল শনিবার (২০ জুলাই) শ্রীলঙ্কায় পৌঁছাবে। ২১ এবং ২২ জুলাই সাধারণ অনুশীলন করবে। ২৩ জুলাই একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২৬ জুলাই প্রথম ওয়ানডে ম্যাচে কলম্বোয় লঙ্কানদের মুখোমুখি হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজের সব ক’টি ম্যাচ গাজী টেলিভিশন এবং র‍্যাবিটহোলের ওয়েবসাইট সরাসরি সম্প্রচার করবে।

আরও পড়ুন: বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজের সূচি

সারাবাংলা/আরডি/এমআরপি

অধিনায়ক টপ নিউজ তামিম ইকবাল নাফিস ইকবাল বাংলাদেশ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর