বিশ্বকাপ নিয়ে পড়ে থাকলে নিজেরই ক্ষতি: তামিম
২০ জুলাই ২০১৯ ১১:২১ | আপডেট: ২০ জুলাই ২০১৯ ১২:৩৬
শনিবার (২০ জুলাই) শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন বাংলাদেশ দল। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা সফর থেকে ছিটকে গেছেন ইনজুরির কারণে। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। লঙ্কা সিরিজে দলের দায়িত্ব তার কাঁধেই। দেশ ছাড়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এই ওপেনার।
আরও পড়ুন: ছিটকে গেলেন মাশরাফি, অধিনায়ক তামিম
বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তামিম, স্বীকার করলেন নিজেই। তবে বিশ্বকাপের পারফরম্যান ধরে বসে থাকতে চাননা তামিম। বিশ্বকাপ ভুলে গিয়ে সামনের সিরিজে ভাল করার লক্ষ্যই এখন তামিমের সামনে। এ ব্যাপারে তামিম বলেন, ‘হ্যা, এটা সত্য যে আমি যে রকম স্ট্যান্ডার্ড নিজের তৈরি করেছি সে অনুযায়ী বিশ্বকাপে পারফর্ম করতে পারিনি। তবে বিশ্বকাপে খারাপ করেছি এটা নিয়ে পড়ে থাকলে তো নিজেরই ক্ষতি। তাই বিশ্বকাপ ভুলে এখন ভাল ক্রিকেট খেলতে চাই।’
নিয়মিত অধিনায়ক মাশরাফির ইনজুরি এবং সাকিব আল হাসান বিশ্রামে থাকায় অধিনায়কত্বের দায়িত্ব এসেছে তামিমের কাঁধে। শ্রীলঙ্কা সফরে দলকে নেতৃত্ব দিবেন তিনি। আর নেতৃত্ব সম্পর্কে তিনি বলেন, ‘বোর্ড আমার ওপর যে দায়িত্ব দিয়েছে তা আমি সঠিকভাবে পালন করতে চাই। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো আমার দায়িত্ব পালনের।’
বাংলাদেশ দল শনিবার (২০ জুলাই) শ্রীলঙ্কা পৌঁছাবে। আর ২১ এবং ২২ জুলাই নিয়মিত অনুশীলন করবে জাতীয় দল। ২৩ জুলাই কলম্বোতে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আর ২৬ জুলাই প্রথম একদিনের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। সিরিজের সব ক’টি ম্যাচ গাজী টেলিভিশন এবং র্যাবিটহোলের ওয়েবসাইট সরাসরি সম্প্রচার করবে।
আরও পড়ুন: বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজের সূচি
সারাবাংলা/এসএস
টপ নিউজ তামিম ইকবাল বাংলাদেশ বাংলাদেশ-শ্রীলঙ্কা শ্রীলঙ্কা সফর