মাশরাফির বদলি তাসকিন, সাইফউদ্দিনের জায়গায় ফরহাদ রেজা
১৯ জুলাই ২০১৯ ২৩:৩৯ | আপডেট: ২১ জুলাই ২০১৯ ১৮:১২
মাশরাফির ইনজুরির দিন চোটের কবলে পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। ব্যাক পেইনের পুরোনো চোট তীব্রতর হওয়ায় লংকাভিযানে যাওয়া হচ্ছে না এই তরুণ পেস অলরাউন্ডারের। আর মাশরাফির চোট হ্যামস্ট্রিংয়ে।
ফলে দুজনেরই বদলি ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কা সিরিজে মাশরাফির জায়গায় ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। আর অলরাউন্ডার সাইফউদ্দিনের বদলি হিসেবে ডাক পেয়েছেন আরেক অলরাউন্ডার ফরহাদ রেজা।
শুক্রবার (১৯ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য দিয়েছে বিসিবি।
এদিন সন্ধ্যায় মিরপুর শের ই বাংলায় দলের অনুশীলনের সময় বাম পাশের হ্যামে চোট পেয়েছন লাল সবুজের দেশ সেরা পেসার ও অধিনায়ক মাশরাফি। একই অনুশীলনে চোট পেয়ে বসেছে সাইফউদ্দিনকেও।
এদিকে মাশরাফির চোটে এবং সহ অধিনায়ক সাকিব আল হাসান ছুটিতে থাকায় আসন্ন সিরিজে লাল সবুজের দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে অংশ নিতে শনিবার দুপুর পৌনে ১টায় দেশ ছাড়বে টিম বাংলাদেশ।
২৬ জুলাই সিরিজের প্রথম ম্যাচের পর ২৮ জুলাই দ্বিতীয় ও ৩১ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মোকাবেলা করবে সফরকারীরা।
সারাবাংলা/এমআরএফ