Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিটকে গেলেন মাশরাফি, অধিনায়ক তামিম


১৯ জুলাই ২০১৯ ২১:৫৫ | আপডেট: ২০ জুলাই ২০১৯ ১৩:২৮

ঢাকা: লঙ্কা সিরিজে অংশ নিতে দেশ ছাড়ার ঠিক আগের দিন দুসংবাদ পেল টাইগার শিবির। হ্যামস্ট্রিংয়ে চোঁট পাওয়ায় সিরিজ থেকে ছিটকে গেলেন প্রিয় দলপতি মাশরাফি বিন মুর্ত্তজা। দলের সঙ্গে যেতে পারছেন না ম্যাশ। সহকারী অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় ম্যাশের বদলে তামিম ইকবালকে অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছে নির্বাচক কমিটি।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলায় দলের অনুশীলনের সময় বাঁ পায়ের হ্যামিস্ট্রিংয়ে চোঁট পেয়েছন লাল সবুজের এই দেশ সেরা পেসার ও অধিনায়ক।

বিজ্ঞাপন

সারাবাংলাকে ইন্জুরির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তার দেওয়া তথ্য মতে, আজ সন্ধ্যায় অনুশীলনের সময় বা দিকের হ্যামে চোঁট পেয়েছন মাশরাফি। এই ধরনের চোঁট সারতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে।

এদিকে টাইগার দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সারাবাংলাকে জানিয়েছেন, মাশরাফি থাকতে পারছেন না ইনজুরির কারণে। দলের সিদ্ধান্তে তামিম  ইকবালকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে।

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানেডেতে অংশ নিতে শনিবার দুপুর পৌনে ১টায় দেশ ছাড়বে টিম বাংলাদেশ।

২৬ জুলাই সিরিজের প্রথম ম্যাচের পর ২৮ জুলাই দ্বিতীয় ও ৩১ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিদকদের মোকাবেলা করবে সফরকারীররা।

সারাবাংলা/এমআরএফ/জেএইচ

তামিম ইকবাল মাশরাফি বিন মোর্ত্তজা শ্রীলঙ্কা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর