আবাহনীর পর আরেকটি জয় পেল মোহামেডান
১৯ জুলাই ২০১৯ ২০:১৯ | আপডেট: ১৯ জুলাই ২০১৯ ২২:১৩
ঢাকা: টিভিএস বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগে গত ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে বিধ্বস্ত করার পর মোহামেডান যেন চাঙা হয়ে উঠেছে। তার পরের ম্যাচে আজ নোফেল স্পোর্টিংকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে মতিঝিলের ঐতিহ্যবাহী দলটি।
বিকালে (১৯ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নোফেলকে ৩-১ ব্যবধানে হারিয়েছে সাদা-কালো জার্সি-ধারীরা। জেতার সঙ্গে সঙ্গে একটা প্রতিশোধও নিয়ে ফেললো সিন লেনের শিষ্যরা।
বিপিএলের প্রথম লেগে নোফেলের কাছে ১-০ ব্যবধানে হেরে এসেছিল মোহামেডান।
আবাহনীকে উড়িয়ে দিয়ে জয়ের আত্মবিশ্বাস ফিরে পাওয়া মোহামেডান দলের মাঠের পারফর্মেন্সে স্পষ্টত লক্ষ্য করা গেছে। শারীরিক অবয়বেও সেটাই প্রমাণ মেলে। ম্যাচের শুরু থেকেই যেন জয়ের ক্ষুধা ভর করে ছিল স্বাগতিকদের উপর। ৯ মিনিটেই সোলাইমান ডায়াবেটের গোলে এগিয়ে যায় মোহামেডান। ১৩ মিনিটে এমিলির পাস থেকে বল জালে জড়ান আবাহনীর সঙ্গে জোড়া গোলের দেখা পাওয়া তকলিস আহমেদ। প্রথম ১৫ মিনিটেই যেন ব্যবধানটা একপেশে করে ফেলছিল তারা। তবে মাঝে ধাক্কা দিয়ে মোহামেডানকে মাটিতে নামানোর চেষ্টা করেছে নোফেল। মাসুদ রানার পাস থেকে ১৭ মিনিটে আশরাফুল ইসলামের গোলের ব্যবধান কমায় নোফেল।
প্রথমার্ধেই যেন ম্যাচের ফয়সালা করে দেয় মোহামেডান। ৪২ মিনিটে ডায়াবেটের দ্বিতীয় গোলে ৩-১ ব্যবধান গড়ে ফেলে মতিঝিল পাড়ার দলটি। জয়ের খুশি নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।
এদিকে ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু’দল।
২১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান করছে মোহামেডান। আর নোফেল নেমে গেছে দুই ধাপ নিচে (১২)। অবনমন শঙ্কায়। আর মুক্তিযোদ্ধা অবস্থান করছে মোহামেডানের এক ধাপ উপরে (৮)।
সারাবাংলা/জেএইচ