Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কার বিপক্ষে আমরাই এগিয়ে: মোসাদ্দেক


১৮ জুলাই ২০১৯ ১৫:০৯

টাইগারদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছিল গ্রুপ পর্ব থেকেই। আর এরপর বিশ্বকাপ যাত্রা শেষ করে আলোচনায় লঙ্কান সফর। সফরের সময়সূচী নির্ধারিত হয়েছিল বেশ আগেই। দেশে ফিরে অনুশীলনও শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। লঙ্কান সফরে টাইগারদের দল ঘোষণাও করেছে বিসিবি। দল থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা পেসার আবু জায়েদ রাহী। বিশ্রামে আছেন বিশ্বকাপ মাতানো অল রাউন্ডার সাকিব আল হাসান আর ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটিতে আছেন লিটন দাস।

বিজ্ঞাপন

                      পড়ুন: শ্রীলঙ্কা সফরে টাইগারদের স্কোয়াড ঘোষণা

দলে সুযোগ মিলেছে ওপেনার আনামুল হক বিজয় এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। এবারের বিশ্বকাপে বাংলাদেশের থেকে দুই ধাপ ওপরে থেকে শেষ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ এবং লঙ্কানদের মধ্যকার ম্যাচটি যদিও বৃষ্টির কারণে ভেসতে গিয়েছিল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে লঙ্কানদের বিপক্ষে টাইগাররাই থাকবে এগিয়ে, এমনটাই মনে করেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

২৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া সিরিজে থাকছে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। আর এই লক্ষ্যে মিরপুরে হোম অব ক্রিকেটে অনুশীলনও শুরু করেছে টাইগাররা। অনুশীলনের সময় মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘আমরা শ্রীলঙ্কার থেকে অনেক ভাল অবস্থানে আছি বলেই আমি মনে করি। ব্যাটিং-বোলিং দেখলে লক্ষ্য করা যায় আমরা ওদের থেকে বেশ এগিয়ে। সেই সাথে আমরা ওদের থেকে অনেক অভিজ্ঞ। আপনারা লক্ষ্য করলে দেখবেন, আমরা শ্রীলঙ্কা থেকে সব বিভাগেই বেশি অভিজ্ঞ। তাই এই সফরে আমরাই ওদের থেকে বেশি এগিয়ে থাকবো।’

এই সফরে সাকিব আল হাসান এবং লিটন দাস খেলবেন না, গুঞ্জন উঠেছিল বেশ আগেই। আর তা নিয়ে মোসাদ্দেক বললেন, ‘সাকিব ভাই এবং লিটনের পরিবর্তে যে দুইজন দলে ডাক পেয়েছে তারাও দারুণ ক্রিকেটার। এবং তারা নিয়মিত ভাবেই ভাল পারফর্ম্যান্স করে আসছে ঘরোয়া ক্রিকেটে। তাই আমার মনে হয় আমরা বেশ ভারসাম্যপূর্ণ একটি দল হিসেবেই যাচ্ছি শ্রীলঙ্কা সফরে।’

এছাড়াও বিশ্বকাপে নিজের এবং দলের পারফরম্যান্স সম্পর্কে এই ২৩ বছর বয়সী ব্যাটিং অল রাউন্ডার বলেন, ‘আমি মনে করে আমরা খুব সাধারণ ভাবে বিশ্বকাপ শেষ করেছি। আমরা যদি বেশি চিন্তা করি তাহলে তা অনেক বড় কিছু কিন্তু বিশ্বকাপই সব কিছু নয়। আমরা এখন বিশ্বকাপ নিয়ে ভাবছি না, আমরা শ্রীলঙ্কা সিরিজে ভাল করার কথা ভাবছি।’

বিজ্ঞাপন

              পড়ুন: বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজের সূচি

আগামী ২৩ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে টাইগাররা। আর ২৬ জুলাই তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন: সুপার ওভারের সময়ই মৃত্যু হয় নিশামের কোচের

সারাবাংলা/এসএস

টাইগার বাংলাদেশ মোসাদ্দেক হোসেন সৈকত শ্রীলঙ্কা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর