Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারের আয়কর নেওয়া হবে বার্সেলোনা থেকে


১৮ জুলাই ২০১৯ ১৪:৪০ | আপডেট: ১৮ জুলাই ২০১৯ ১৬:০৫

বার্সেলোনা থেকে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি’তে প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমান ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। আর তখনও নেইমারের কাছে প্রায় ৩৬ মিলিয়ন ইউরো আয়কর প্রাপ্য ছিল স্প্যানিশ আয়কর বিভাগের। এবার সেই অর্থই সংগ্রহ করা হবে বার্সেলোনার কাছ থেকে, জানিয়েছে স্প্যানিশ আয়কর বিভাগ।

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় পাড়ি জমান নেইমার। তবে তার ট্রান্সফার ফি নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে। শেষ পর্যন্ত তার ট্রান্সফার ফি’র প্রকৃত তথ্য গোপন এবং আয়কর ফাঁকি দেওয়ায় জেলে যেতে হয়েছিল বার্সেলোনার প্রাক্তন প্রেসিডেন্ট সান্দ্রো রাসেলের। তবে এসব বেশ পুরাতন ঘটনা। বর্তমান তথ্য অনুযায়ী নেইমার ৩৬ মিলিয়ন ইউরো ট্যাক্স ফাঁকি দিয়েছে স্পেনে থাকাকীলন। আর সেই অর্থ এখন সংগ্রহ করা হবে ফুটবল ক্লাব বার্সেলোনার কাছ থেকে।

বিজ্ঞাপন

নেইমারের আয়কর বার্সেলোনাকে প্রদান করতে বলার যথাযথ কারণও রয়েছে স্প্যানিশ আয়কর বিভাগের কাছে। নেইমার শেষবার যখন বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করে, তখন শর্ত অনুযায়ী নেইমারকে ২৬ মিলিয়ন ইউরো বোনাস প্রদান করার কথা ছিল কাতালানদের। তবে এরপর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর কারণে আর সেই অর্থ নেইমারকে প্রদান করেনি স্প্যানিশ ক্লাবটি। এই অর্থ উদ্ধারে আইনের দারস্থও হয়েছেন নেইমার এবং তার প্রতিনিধিরা।

কাতালান ক্লাবের নিকট নেইমারের প্রাপ্য ২৬ মিলিয়ন ইউরো থেকেই আয়করের অর্থ সংগ্রহ করবে আয়কর বিভাগ। এমনটিই লেবার কোর্টকে জানিয়েছে আয়কর বিভাগ।

আরও পড়ুন: ৪৪ বছর পর আবাহনীকে এত বড় ব্যবধানে হারাল মোহামেডান!

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

আয়কর ট্যাক্স নেইমার জুনিয়র প্যারিস সেইন্ট জার্মেই বার্সেলোনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর