Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ার পর ইরানের কাছে বিধ্বস্ত বাংলাদেশ


১৬ জুলাই ২০১৯ ১৭:৪২

ঢাকা: ইনডোর এশিয়া হকি কাপের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারে যাত্রা শুরু করা বাংলাদেশ হকি দল দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে বিধ্বস্ত হয়েছে আরও বড় ব্যবধানে।

থাইল্যান্ডের চোনবুড়িতে ইরানের কাছে জিমি-শিতুলরা হেরেছে ৮-০ ব্যবধানে। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছিল ৬-০ ব্যবধানে।

তবে, প্রত্যাশিতভাবেই হেরেছে লাল-সবুজরা। দুটিই টুর্নামেন্ট সবচেয়ে শক্তিশালী দল। মালয়েশিয়া টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ পদকজয়ী। আর ইরান বর্তমান চ্যাম্পিয়ন। সাতবারের চ্যাম্পিয়ন ইরানের সঙ্গে আগের ম্যাচের তুলনায় ভালোই খেলেছে বাংলাদেশ। তবে, সেমি ফাইনালের স্বপ্ন এখনও শেষ হয়নি বাংলাদেশের।

সামনের ম্যাচে ফিলিপাইনকে হারাতে হবে জিমি-শিতুলদের। ১৭ জুলাই বুধবার ম্যাচটি হবে একই ভেন্যুতে। স্থানীয় সকাল ১০টায় বাংলাদেশ সময় সকাল ৯ টায় নিজেদের তৃতীয় ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে লড়বে কোচ হামিদ রেজা বোখারী কাশির শিষ্যরা।

এই আসরটি সামনে রেখে প্রায় মাস দুয়েক অনুশীলন করেছেন জিমি, শিতুল, আশরাফুলরা। শুরুতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৪ খেলোয়াড় নিয়ে ঢাকার মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করে হকি ফেডারেশন। ঈদের পর ক্যাম্প স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় সাভারের বিকেএসপিতে। দলের আকারও ছোট করে আনা হয়। ৩৪ জন থেকে দল নেমে আসে ১৮ জনে। সেখান থেকে শেষ পর্যন্ত ১২ জনকে রাখা হয়েছে চূড়ান্ত স্কোয়াডে। চূড়ান্ত দলে জায়গা পাওয়া খেলোয়াড়রা হলেন- জিমি, শিতুল, আশরাফুল, সারোয়ার, কৌশিক, মিলন, রাব্বি, অসীম, নিপ্পন, খোরশেদ, পিন্টু এবং রোমান।

সিক্স-এ সাইড টুর্নামেন্টে ইনডো এশিয়া কাপের প্রথম অভিজ্ঞতা অর্জন এটি। এর পর ১৭ থেকে ১৮ জুলাই গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে শিতুলদের প্রতিপক্ষ ফিলিপাইন এবং স্বাগতিক থাইল্যান্ড। সবশেষ আসরে (২০১৭ সালে) ৮ দল অংশ নিলেও এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১১-তে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

ইনডোর এশিয়া হকি কাপ ইরান বাংলাদেশ মালয়েশিয়া

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর