Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেমন কাটালেন দ্বাদশ বিশ্বকাপের অধিনায়করা


১৫ জুলাই ২০১৯ ০৫:৩১ | আপডেট: ১৫ জুলাই ২০১৯ ০৫:৩২

ইংল্যান্ড বিশ্বকাপের শিরোপা উঠেছে স্বাগতিকদের হাতেই। দ্বাদশ বিশ্বকাপে অংশ নেয় দশটি দল। ৬ জুলাই শেষ হয় গ্রুপ পর্ব, সেখান থেকে বিদায় নেয় ছয়টি দল। দুইদিন বিরতির পর ৯ জুলাই প্রথম সেমি ফাইনাল আর ১১ জুলাই হয় দ্বিতীয় সেমি ফাইনাল। বাদ পড়ে আরও দুই দল। ১৪ জুলাই ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। সুপার ওভারে গড়ানো ম্যাচে কিউইদের আটকে দিয়ে বাউন্ডারির হিসেবে শিরোপা জেতে ইংলিশরা।

বিজ্ঞাপন

বিশ্বকাপে ১০ দলের নেতৃত্ব দিয়েছেন দশ অধিনায়ক। এবারের বিশ্বকাপের দশ অধিনায়কদের পারফরম্যান্স তুলে ধরা হলো। ফাইনালের পর তথ্য থেকে তৈরি পরিসংখ্যান:

ক্রিকেটার ইনিংস মোট রান মোট উইকেট সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট বোলিং ইকোনমি
গুলবাদিন নাইব ১৯৪ ৪৭ ২১.৫৫ ৭৯.৮৩ ৬.৩৯
অ্যারন ফিঞ্চ ১০ ৫০৭ ১৫৩ ৫০.৭০ ১০২.০১
বিরাট কোহলি ৪৪৩ ৮২ ৫৫.৩৭ ৯৪.০৫
দিমুথ করুণারত্নে ২২২ ৯৭ ৩৭ ৭১.৩৮
জ্যাসন হোল্ডার ১৭০ ৫১ ২৪.২৮ ১০৮.৯৭ ৫.৬০
ইয়ন মরগান ১১ ৩৭১ ১৪৮ ৪১.২২ ১১১.০৭
সরফরাজ আহমেদ ১৪৩ ৫৫ ২৮.৬০ ৮৭.২০
মাশরাফি বিন মোর্ত্তজা ৩৪ ১৯ ৮.৫০ ৯৭.১৪ ৬.৪৫
কেন উইলিয়ামসন ৫৭৮ ১৪৮ ৮২.৫৭ ৭৪.৯৬ ৪.২৭
ফাফ ডু প্লেসি ৩৮৭ ১০০ ৬৪.৫০ ৮৯.৫৮

সারাবাংলা/এমআরপি/এসএস

অধিনায়ক ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর