সর্বোচ্চ শিকারির তালিকায় তিনে মোস্তাফিজ
১৫ জুলাই ২০১৯ ০৫:০৪ | আপডেট: ১৫ জুলাই ২০১৯ ০৫:০৫
নাটকীয় ম্যাচ শেষে শিরোপা জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তির খাতায় নাম লিখিয়েছেন সাকিব, মোস্তাফিজরা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে সাকিব। আর সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে তিনে মোস্তাফিজ।
সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। দুইয়ে নিউজিল্যান্ডের লুকি ফার্গুসন। তিনে আছেন কাটার মাস্টার মোস্তাফিজ আর ইংল্যান্ডের তরুণ তারকা পেসার জোফরা আর্চার। তালিকায় পাঁচে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ আর ছয়ে ইংল্যান্ডের মার্ক উড।
দেখে নেওয়া যাক দ্বাদশ বিশ্বকাপের সর্বোচ্চ শিকারিদের পারফরম্যান্স:
১। মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া): ১০ ম্যাচে ৯২.২ ওভারে ৫০২ রান খরচায় ২৭ উইকেট, বেস্ট বোলিং ফিগার ২৬/৫
২। লুকি ফার্গুসন (নিউজিল্যান্ড): ৯ ম্যাচে ৮৩.৪ ওভারে ৪০৯ রান খরচায় ২১ উইকেট, বেস্ট বোলিং ফিগার ৩৭/৪
৩। জোফরা আর্চার (ইংল্যান্ড): ১১ ম্যাচে ১০০.৫ ওভারে ৪৬১ রান খরচায় ২০ উইকেট, বেস্ট বোলিং ফিগার ২৭/৩
৪। মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ): ৮ ম্যাচে ৭২.১ ওভারে ৪৮৪ রান খরচায় ২০ উইকেট, বেস্ট বোলিং ফিগার ৫৯/৫
৫। জাসপ্রিত বুমরাহ (ভারত): ৯ ম্যাচে ৮৪.০ ওভারে ৩৭১ রান খরচায় ১৮ উইকেট, বেস্ট বোলিং ফিগার ৫৫/৪
৬। মার্ক উড (ইংল্যান্ড): ১০ ম্যাচে ৮৯.৪ ওভারে ৪৬৩ রান খরচায় ১৮ উইকেট, বেস্ট বোলিং ফিগার ১৮/৩
সারাবাংলা/এমআরপি
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল মোস্তাফিজ সর্বোচ্চ উইকেট