লর্ডসে এ যেন উইকেট নয়, সবুজ গালিচা
১৪ জুলাই ২০১৯ ১১:১২ | আপডেট: ১৪ জুলাই ২০১৯ ১৩:৫১
রোববার (১৪ জুলাই) লর্ডসে পর্দা নামছে এবারের বিশ্বকাপের। স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল দিয়েই শেষ হচ্ছে এবারের মহারণ। এবারের বিশ্বকাপের মতো রান বন্যায় ভাসেনি এর আগে কখনোই। তবে ফাইনালটা হতে পারে ঠিক তার বিপরীত। হতে পারে অল্প রানের পুঁজিতে লড়াই। ফাইনালের উইকেটের দেখা মিলেছে শনিবার (১৩ জুন)। আর উইকেট দেখে মনে হয়েছে তা যেন ২২ গজের উইকেট নয় ২২ গজের সবুজ গালিচা।
মে মাসের ৩০ তারিখ থেকে শুরু হওয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব এবং সেমি ফাইনালের কোনো ম্যাচের উইকেটেই এমন সবুজের দেখা মেলেনি। শনিবার সকালে লর্ডসে দশটা থেকে অনুশীলন শুরু করে ইংলিশরা। আর সেই সমইয়েই ফাইনালের উইকেট উন্মোচিত হয় সকলের সামনে। প্রথম দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা সকলের। এটা বিশ্বকাপের ফাইনালের উইকেট নাকি ইংলিশদের বিপক্ষে খেলতে আসা কোনো এশিয়ার দলের সাথে টেস্ট ম্যাচের উইকেট।
এবারের বিশ্বকাপে ধারাবাহিকভাবে দারুণ বল করেছে ইংলিশ পেসাররা। তবে তাদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই কিউই পেসাররাও। পেস দিয়েই বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়ে ফাইনালে উঠে এসেছে তারা। তাই তো এই সবুজ গালিচা কিউই বধের ফাঁদ হলেও সেখানে ধরা পড়তে পারেন মরগনরা নিজেরাও।
তবে এরপরেও উপস্থিত সকলে ভাবছিলো হয়তো কিউইদের রণকৌশল সাজানোয় বিঘ্ন ঘটানোর কারণেই এমন উইকেট রেখেছে স্বাগতিকরা। পরবর্তীতে উইকেটের ঘাস ছেঁটে ফেলে উইকেটকে দেওয়া হবে নতুন রূপ। কিন্তু স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুশীলন শেষ করে যখন ইংলিশ দল বের হয়ে যাচ্ছে তখনও দেখা মিলেছে, উইকেট যেমনটা প্রথমে দেখা গেছে তেমনই আছে।
ইংলিশ দল বেরিয়ে গেলে অনুশীলনের জন্য মাঠে প্রবেশ করে কিউইরা। আর প্রথমে তাদের চোখ যায় উইকেটে। সবুজ উইকেট দেখে কিউই পেসারদের চোখ ঝলমল করে উঠেছিল বোধ হয়। কারণ টুর্নামেন্ট জুড়ে দারুণ পেস বোলিং করেছে কিউই পেসাররাও।
ফাইনালের আগে লর্ডসের পিচ দেখছেন ইংলিশ কিংবদন্তি ক্রিকেটার নাসের হুসেন। ছবি তুলে টুইটারে পোস্টও করেছেন। আর টুইটারে লিখেছেন, ‘পিচ আর আউটফিল্ডের কোনো পার্থক্যই বুঝতে পারছি না।‘
ফাইনালের আগে দুই দলের সাংবাদিক সম্মেলনে সবুজ উইকেটের ব্যাপারে প্রশ্ন আসলে মরগান বলেন, ‘উইকেট যতোটা সবুজ, তার থেকে বেশি সবুজ দেখে মনে হচ্ছে।’ তবে মরগানের কথাতে ফাইনালের জন্য এমন উইকেটের রহস্যের সমাধান হয়নি। ইংল্যান্ডের সাংবাদিকরা বলেছেন, ’এমন উইকেটে খেলার সম্ভবনা আমরা দেখছি না। আমাদের মনে হয় ম্যাচের আগে সকালে ঘাস কেটে যাবে।’
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের হাতে রয়েছে দারুণ পেস আক্রমণভাগ। জোফরা আর্চার, মার্ক উড, ক্রিস ওকস আর লিয়াম প্লাঙ্কেটরা টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফরম্যান্স করেছে। সেই সাথে লেগ স্পিনার আদিল রশিদের পাশাপাশি কার্যকরী পেস বোলিংটাও করতে পারবেন অল রাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের অনুশীলনের সময় দেখা মিলেছে, সবুজ উইকেটের পাশে অন্য একটি উইকেটে বোলিং অনুশীলন করছেন দুই স্পিনার রশিদ এবং মইন আলি। তাতে উইকেট-রহস্য আরও জটিল হল।
যথারীতি একই প্রশ্ন কেন উইলিয়ামসনকে। প্রথমে তিনি বললেন, ‘সাধারণত, এখানে উভয়ের জন্য ভাল উইকেট হয়। তবে সবুজ এই উইকেট দেখে মনে হচ্ছে, দু’দলের ফাস্ট বোলাররা খুব খুশিই হবে।’
বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে এবারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: আমি জিততে পছন্দ করি: উইলিয়ামসন
সারাবাংলা/এসএস
ইয়ন মরগান ইংল্যান্ড-নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ দ্য লর্ডস ফাইনাল বিশ্বকাপ স্পেশাল সবুজ উইকেট