Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেরেনাকে হারিয়ে উইম্বলডন হালেপের


১৪ জুলাই ২০১৯ ১০:০৭ | আপডেট: ১৪ জুলাই ২০১৯ ১০:০৮

এবারের উইম্বলডনের নারী এককের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন রোমানিয়ার হালেপ। সেন্টার কোর্টে শনিবার মেয়েদের এককের ফাইনালে সেরেনাকে কোনো প্রকার পাত্তায় দেয়নি হালেপ। মাত্র ৫৬ মিনিট স্থায়ী ম্যাচে ৬-২, ৬-২ গেমে জিতে যান রোমানিয়ার হালেপ। কোনো প্রতিদ্বন্দ্বীতায় গড়তে পারেননি ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা।

ফ্রেঞ্চ ওপেনে সফলতার পর উইম্বলডনে খেললেন নিজের ক্যারিয়ারের সেরা ম্যাচ। এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সাবেক নাম্বার ওয়ান হালেপ। এটা তার ক্যারিয়ারের সেরা ম্যাচ বলে জানান গত বছর ফরাসি ওপেন জেতা ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।

টেনিস ইতিহাসের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন মার্গারেট কোর্ট। আর তার থেকে একটি গ্র্যান্ড স্ল্যাম কম ২৩টি জিতেছেন সেরেনার। গত ১২ মাসে এই নিয়ে তৃতীয়বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হারলেন ৩৭ বছর বয়সী এই তারকা। সবশেষ ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সেরেনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

উইম্বলডন ২০১৯ ফাইনাল সেরেনা উইলিয়ামস হালেপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর