Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি জিততে পছন্দ করি: উইলিয়ামসন


১৩ জুলাই ২০১৯ ২২:০৪

রাত পোহালেই বিশ্বকাপ ফাইনাল। তত্ত্ব ও তাৎপর্যগত দিক থেকে বিবেচনা করলে ম্যাচের ভারে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের নুইয়ে পড়ার কথা, স্নায়ুচাপে পিষ্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু কী আশ্চর্য্য, ম্যাচের ২০ ঘণ্টা আগেও সেটা দেখা গেল না! ঐতিহ্যবাহী লর্ডসের সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়কই এলেন দারুণ নির্ভার হয়ে। তবে এই প্রতিযোগিতায় এগিয়ে ছিলেন কিউই দলপতিই। হাসি ও মজার মজার কথায় ছাপিয়ে গেলেন কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে যাওয়া ইংলিশ দলপতিকেও।

বিজ্ঞাপন

কেন উইলিয়ামসন এতটাই প্রাণবন্ত ছিলেন, না দেখে বোঝার উপায় নেই। প্রতিটি প্রশ্নের উত্তরে নিজে হাসলেন এবং সাংবাদিকদের হাসালেন। শুরুটাই করলেন মজার কথায়। ‘আজ দেখি তোমরা অনেক।’

এরপর শুরু হলো প্রশ্নত্তোর পর্ব। প্রথম প্রশ্নটি ছিল বেশ হাইপোথেটিক্যাল… লর্ডসে আগামীকাল যে সুযোগ তোমরা পাচ্ছ, তাতে নিউজিল্যান্ডের হয়ে যারা একবারের জন্য হাতে বল তুলে নিয়েছে তাদের জন্য কি বার্তা দিতে চাও? ট্রিম করা স্টাইলিশ দাঁড়ি ও লালচে মোচের ফাঁকে স্নিগ্ধ হেসে বললেন, ‘আমার ধারণা সবই সম্ভব। গন্তব্যটি অনেক দূরের ছিল। ছোট ছোট পদক্ষেপে সেখানে এসেছি। তবে হ্যাঁ, আগামীকালের ম্যাচটি আমাদের জন্য অবশ্যই একটি বড় মঞ্চ। অবশ্যই বিশেষ কিছু।’

সেই বিশেষ কিছুর মানে কি অনেকেই হয়তো অনুধাবন করতে পারছেন। স্বপ্নের বিশ্বকাপ শিরোপা ছোঁয়ার ম্যাচ। যার জন্য প্রতীক্ষা করতে ৪৪টি বছর। খুব কাছে যাওয়ার সুযোগ মিলেছে ৬ বার। কিন্তু ছুঁয়ে দেখা হয়নি। উল্লাসের বাধ ভাঙেনি। কাল হবে তো? কথা দিলেন না কুল কেইন। আবার যা বললেন তাতে বোঝা বাকিও থাকল না, ‘আমি সবসময় জিততে পছন্দ করি।’

বিজ্ঞাপন

২০১৫ বিশ্বকাপে সেই সুযোগ কিউই শিবিরেও এসেছিল। স্বাগতিক হওয়ায় প্রকারান্তরে এবারের চাইতে সেবার আরো বেশিই ছিল। কিন্তু হস্তগত করতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। এবারও কি তার পুনরাবৃত্তি দেখা যাবে? না, ম্যাচের ফলাফল নিয়ে কথা বলতে আগ্রহ দেখালেন না কিউই দলপতি, ‘ফলাফল নিয়ে আমরা অনেক বলেছি। তবে এটা বলতে পারি পুরো টুর্নামেন্টে যে পারফরম্যান্স করেছি আগামীকাল সেটাই করব।’

উত্তর শেষ হতেই বাউন্সার মেরে বসলেন এক সাংবাদিক… ইংল্যান্ডের বিপক্ষে তোমরা নিশ্চয়ই আন্ডারডগ হয়েই নামবে? ক্রস ব্যাটে হুক করে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন কিউই দলপতি, ‘প্রশ্নটি এর আগেও অনেকেই করেছে। দেখুন আমরা ভালো করেই জানি ইংল্যান্ড ফেভারিট। টুর্নামেন্টের শুরু থেকেই ওরা এই তকমা গায়ে মেখে আছে। সত্যি বলতে ওরা ভালো ক্রিকেট খেলেছে। যা হোক, আমরা যে জাতেরই হই না কেন, আমাদের সবচাইতে বড় কাজ হবে ম্যাচটির দিকে ফোকাস রাখা। আর এমনভাবে খেলতে চাই যেখানে যে কোনো দলকেই হারানো সম্ভব।’

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ইংল্যান্ড কেন উইলিয়ামসন ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ নিউজিল্যান্ড ফাইনাল র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর