Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাহলে কী ভারত ধরেই নিয়েছিল ফাইনাল খেলবে?


১২ জুলাই ২০১৯ ১৭:৩৯

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে গত ৯ জুলাই প্রথম সেমি ফাইনালে মাঠে নেমেছিল ভারত। প্রথম দিন বৃষ্টির কারণে পুরো খেলা শেষ না হলে ম্যাচটি গড়ায় ১০ জুলাই রিজার্ভ ডেতে। সেখানে ১৮ রানে হেরে সেমি থেকেই বিদায় ঘণ্টা বাজে ভারতের। ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক ইংল্যান্ড।

আগামী রোববার (১৪ জুলাই) লন্ডনের লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। সেমি থেকে বিদায় নিলেও ভারতীয় দল এখনও দেশে ফিরতে পারেনি। ফাইনালের আশায় ইংল্যান্ডের বিমান ধরা টিম ইন্ডিয়া ফাইনালে উঠতে না পারলেও ইংল্যান্ড ছাড়তে পারেনি। যদিও এরই মধ্যে আইসিসির নিয়মানুযায়ী ভারতকে তাদের টিম হোটেল ছাড়তে হয়েছে।

বিজ্ঞাপন

টিম হোটেল ছেড়ে দিলেও সময়মতো বিমানের টিকিট না পাওয়াও ভারতের দেশে ফেরা হয়নি। তাতে ফাইনাল পর্যন্ত ইংল্যান্ডেই থাকতে হচ্ছে কোহলি-ধোনিদের। ভারতীয় দলের লজিস্টিক টিম খেলোয়াড়দের জন্য সময়মতো দেশে ফেরার বিমান টিকিটের ব্যবস্থা করতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, হয়তো ভারত ধরেই নিয়েছিল লর্ডসের ফাইনালে ১৪ জুলাই খেলবে। কিন্তু সেমি থেকে বিদায় নেওয়ায় হঠাৎ করে ফেরার টিকিট কাটতে পারেনি তাদের লজিস্টিক টিম।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, রোববারের মধ্যে টিকিটের ব্যবস্থা করতে পারেনি দলের লজিস্টিক বিভাগ। তাই ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনালের পরই দেশে ফেরা হবে ভারতের। রোববারের পর টিকিটের বুকিং পাওয়া গেছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম।

ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে তিনটায় ফাইনাল ম্যাচটি শুরু হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ভারত র‌্যাবিটহোল সেমি ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর