Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফি যাবেন, ছুটি চেয়েছেন সাকিব-লিটন


১২ জুলাই ২০১৯ ১৬:৪১

চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে যাবেন বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে খেলা টাইগার দলপতি মাশরাফি বিন মোর্ত্তজা। তবে তার আগে তাকে ফিটনেস টেস্ট দিতে হবে। এদিকে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে সিরিজে ছুটিতে থাকবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান ও টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস।

শুক্রবার (১২ জুলাই) সংবাদ মাধ্যমকে এতথ্য দিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বিজ্ঞাপন

হাবিবুল জানান, ‘আপনারা জানেন বিশ্বকাপে চোট নিয়েই খেলেছে মাশরাফি। শ্রীলঙ্কায় যাওয়ার আগে তাকে একটা ফিটনেস টেস্ট দিতে হবে। লিটন ছুটি চেয়েছে। সে শ্রীলঙ্কায় যেতে পারবে না। সাকিবও ছুটি চেয়েছে। তবে তার ব্যাপারটা এখনও চূড়ান্ত হয়নি। তবে আমরা সব কিছুর জন্যই প্রস্তুতি নিয়ে রেখেছি।’

বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজসহ মোট ৬৬ দিনের সফর শেষে দেশে ফেরে টিম বাংলাদেশ। দুই টুর্নামেন্টে দলের বেশ কয়েকজন সদস্য চোটের কবলেও পড়েছেন। তাই দল চূড়ান্ত করার আগে তাদের রিপোর্টের অপেক্ষায় নির্বাচক প্যানেল।

হাবিবুল আরও জানান, ‘দলে কয়েকজনের চোট সমস্যা আছে। মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমের চোট নিয়ে রিপোর্টের অপেক্ষায় আছি। তারা কিছু দিন বিশ্রাম পেয়েছে। আশা করি তাদের খেলতে কোনো সমস্যা হবে না।’

স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচই হবে দিবারাত্রির। এই লক্ষ্যে ২০ জুলাই দেশ ছাড়বে মাশরাফিরা।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

টপ নিউজ মাশরাফি লিটন শ্রীলঙ্কা সিরিজ সাকিব

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর