উইম্বলডনের সেমি ফাইনালে মুখোমুখি ফেদেরার-নাদাল
১২ জুলাই ২০১৯ ১৩:৫৩ | আপডেট: ১২ জুলাই ২০১৯ ১৭:৪২
ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে উইম্বলডনের সেমি ফাইনালে রজার ফেদেরার মুখোমুখি হচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের। ৩৭ বছর বয়সী ফেদেরারের চোখ যেখানে নিজেকে ছাড়িয়ে যাওয়ার, ঠিক সেখানেই ৩৩ বছর বয়সী নাদালের লক্ষ্য ফেদেরারের সাথে গ্র্যান্ড স্ল্যামের পার্থক্য কমিয়ে আনা। নাদালের গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা ১৮টি।
নাদাল-ফেদেরারের লড়াই নিয়ে বড্ড ব্যস্ত সময় পার করছে ব্রিটিশ গণমাধ্যম। কারণ ফেদেরার-নাদাল লড়াই মানেই সমানে সমান লড়াই। এই লড়াই মানেই উত্তেজনার লড়াই।
এর আগে ৩৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই তারকা। যেখানে ২৪ ম্যাচ জয় নাদালের আর ১৫টি ম্যাচ জিতেছেন ফেদেরার। তবে সবুজ কোর্টে ফেদেরার সব সময়ই সেরা। তাই তো উইম্বলডনের শিরোপা ফেদেরারের শিরোপা কেবিনেটে উঠেছে ৮টি আর নাদালের কাছে আছে ২টি।
গ্র্যান্ড স্ল্যামের মহারণে এর আগে কেবল সেমি ফাইনাল এবং ফাইনালেই এই দুই কিংবদন্তির দেখা মিলেছে ১৩ বার। আর উইম্বলডনে এর আগে তিনবারের দেখায় ফেদেরার এগিয়ে আছে দুই জয় নিয়ে। অন্যদিকে উইম্বলডনের ঘাসের কোর্টে নাদাল জিতেছে কেবল একটি ম্যাচে।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচ নিয়ে ফেদেরার বলেন, ‘নাদালের বিপক্ষে খেলা সব সময়ই অনেক উত্তেজনার। দারুণ একজন খেলোয়াড় সে।’
আর নাদাল বলেন, ‘আমাদের দুইজনের একে অপরের বিপক্ষে খেলাটা ধীরে ধীরে কমে আসছে। তারপরেও আমরা খেলছি। আমি ফেদেরারের বিপক্ষে নতুন কিছু শেখার জন্য খেলতে নামবো না। তবে আমি খেলতে নামবো ঘাসের কোর্টের সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়ের বিপক্ষে।’
অন্য সেমি ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ লড়বেন আর এক স্প্যানিশ টেনিস তারকা বাউতিস্তা অ্যাগুটের বিপক্ষে।
সারাবাংলা/এসএস