Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোডসকে আমরা বাদ দেইনি: পাপন


১১ জুলাই ২০১৯ ০৩:০৭ | আপডেট: ১১ জুলাই ২০১৯ ১২:৩৯

মাশরাফি, সাকিবদের হেড কোচ হিসেবে স্টিভ রোডস থাকছেন না, এই গুঞ্জন শুরু হয়েছিল বিশ্বকাপের শুরুতেই। এর পেছনে বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল তার সময়োপযোগী সিদ্ধান্তহীনতা। অভিযোগ আছে, সঠিক সময়ে তিনি দলকে সঠিক সিদ্ধান্ত দিতে পারেন না। এমনকি দলের ম্যাচ পরিকল্পনাতেও তার সম্পৃক্ততা কম। কিন্তু তারপরেও বিশ্বকাপ চলাকালীন চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

তবে বিশ্বকাপে দলের শ্রীহীন পারফরম্যান্সের পর আর নিজের শেষ রক্ষা করতে পারেননি স্টিভ। বিশ্বমঞ্চের শেষ চার থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ায় এবং ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলের ৮ নম্বর হয়ে দেশে ফেরার পরদিনই বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানিয়ে দিয়েছিলেন—‘রোডস আর থাকছেন না।’

বিজ্ঞাপন

কিন্তু লন্ডনে সংসদীয় বিশ্বকাপ খেলতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শোনালেন অন্য কথা। তার ভাষ্যমতে বিসিবি স্টিভকে অব্যাহাতি দেয়নি।   তিনি বলেন, ‘প্রতি বিশ্বকাপের পর প্রত্যেক দলেরই একটা মূল্যায়ন হয় কোচিং স্টাফ, প্লেয়ার। এটাই এটার একটা প্রক্রিয়া। একেকজনের একেক রকম স্টাইল থাকে। ওর স্টাইল খারাপ সেটা বলছি না। কিন্তু অনেক সময় হয় কি, আমাদের সঙ্গে একই রকম চিন্তাধারা না থাকলে অনেক সমস্যা হয়।’

স্টিভ চাইলে আরও কয়েকমাস দলের সঙ্গে থাকতে পারে বলেও জানান বিসিবি সভাপতি। পাপন আরও বলেন, ‘তার একটা অপশন ছিল যে ইচ্ছা করলে থাকতেও পারে। সেটা হতে পারে আরও কয়েকমাসের জন্য। তার সঙ্গে সমঝোতার মাধ্যমে আলাপ করে দেখেছি; ঠিকাছে একটা সম্ভাবনা আছে ও চলে যাবে। কিন্তু এখন পর্যন্ত আমরা তার কাছ থেকে কিছু পাইনি। কাজেই অপশন শেষ হয়নি।’

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ফাইনালে অস্ট্রেলিয়াকেই চাইলেন বোল্ট

সারাবাংলা/এমআরএফ/আরএসও

অব্যাহতি রোডস ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ নাজমুল হাসান পাপন বিশ্বকাপ স্পেশাল স্টিভ রোডস

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর