দ্বিতীয় সেমিতে মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
১০ জুলাই ২০১৯ ২২:৫৯ | আপডেট: ১১ জুলাই ২০১৯ ১০:৪৬
প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের আশায় পঞ্চমবারের মতো বিশ্বকাপ আয়োজন করেছে ইংল্যান্ড। আর ২৭ বছর পর বিশ্বকাপের সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে ইংলিশরা। দ্বাদশ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হবে ক্রিকেট ইতিহাসের সব থেকে সফল দল অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের দু’দলের মুখোমুখি লড়াইয়ে অজিদের বিপক্ষে ৬৪ রানের বড় ব্যবধানে হেরেছিল ইংলিশরা।
তবে গ্রুপ পর্বের হারের স্মৃতি ভুলে ফাইনালের টিকিটের জন্য লড়াই করতে মরিয়া ইংলিশরা। বার্মিংহামের এজবাস্টনে বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। এরই মধ্যে প্রথম সেমি ফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ১৪ জুলাই লর্ডসের ফাইনালের টিকিট কেটেছে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড।
দুই দলের অবস্থান:
আইসিসির প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে ইংল্যান্ড আছে সবার শীর্ষে। ইংলিশদের রেটিং পয়েন্ট ১২৩, আর ১১২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া। তবে, হাইভোল্টেজ এই সেমিতে র্যাংকিং কোনো বিষয় হয়ে দাঁড়াবে না। মহারণের মাঠে ব্যাট-বলে পারফর্ম করেই ফাইনালের টিকিট কাটতে হবে।
মাঠের লড়াইয়ে দু’দলই আছে দারুণ ফর্মে। গ্রুপ পর্বে ২য় স্থানে থেকে শেষ করেছে অজিরা। বিশ্বকাপে এবার হেরেছে মাত্র দুইটি ম্যাচ। অন্যদিকে ইংলিশরা শুরুটা দারুণ করলেও টানা কয়েকটি ম্যাচ হেরে সেমিতে খেলার সম্ভবনাটা প্রায় শেষ হতে বসেছিল। শেষ পর্যন্ত ভারত এবং নিউজিল্যান্ডকে হারিয়ে জায়গা করে নেয় সেমিতে।
ভেন্যু:
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর দ্বিতীয় সেমিফাইনাল সহ মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশ বনাম ভারতের হাইভোল্টেজ ম্যাচটিও অনুষ্ঠিত হয় এই মাঠেই। ১৮৮২ সালে অনুষ্ঠিত স্টেডিয়ামটির টেস্ট ক্রিকেটে আবির্ভাব ঘটে ১৯০২ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচ দিয়ে। আর সর্বশেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় ২০১৮ সালে।
১৯০২ সালে টেস্টে অভিষেক ঘটলেও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা শুরু হয় ১৯৭২ সালে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হয় ওডিআই ক্রিকেটে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডের যাত্রা। প্রায় ২৫ হাজার দর্শক একসাথে ম্যাচ উপভোগ করতে পারবেন এই মাঠে। ১৯৭২ সালে অভিষেকের পর থেকে অনুষ্ঠিত হওয়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ইংল্যান্ডের। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০৮ রানই এই স্টেডিয়ামের এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ: ৮টি, ইংল্যান্ড জয়ী: ২টি। অস্ট্রেলিয়া জয়ী: ৬টি। মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ১৪৮টি, ইংল্যান্ড জয়ী: ৬১টি। অস্ট্রেলিয়া জয়ী: ৮২টি। ড্র: ০টি ম্যাচ, পরিত্যক্ত: ৩টি।
দৃষ্টি থাকবে যাদের ওপর: জেসন রয়, জোফরা আর্চার (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)।
বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, জোফরা আর্চার, লিয়াম ডসন, জেমস ভিঞ্চ, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস এবং মার্ক উড।
বিশ্বকাপে অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জেসন বেহেরনড্রফ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, ম্যাথু ওয়েড, নাথান লায়ন, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এসএস/এমআরপি
অস্ট্রেলিয়া ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ গাজী টিভি র্যাবিটহোল সেমি ফাইনাল