Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাস্টার ব্লাস্টারকে টপকানো হলো না রোহিত শর্মার


১০ জুলাই ২০১৯ ২০:৫১ | আপডেট: ১০ জুলাই ২০১৯ ২০:৫৩

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করে চূড়ায় বসে আছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ইংল্যান্ড বিশ্বকাপের এই আসরে শচীনের রেকর্ডকে টপকে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আরেক ভারতীয় ব্যাটসম্যান ওপেনার রোহিত শর্মা। সেমি থেকেই ভারতকে বিদায় নিতে হয়েছে। তাতে দ্বাদশ বিশ্বকাপে রোহিতের রান আটকে গেল ৬৪৮ রানের মাথায়। শচীনের করা ২০০৩ সালের বিশ্বকাপে সর্বোচ্চ ৬৭৩ রান টপকে যেতে পারেননি ভারতীয় ডানহাতি এই ওপেনার।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, কেনিয়ার যৌথ আয়োজনে ২০০৩ আসরে মাস্টার ব্লাস্টার শচীন ৬৭৩ রান করেছিলেন ১১ ইনিংস খেলে। রোহিত শর্মার এই আসরে খেলেছেন ৯ ইনিংস। সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ রানে হেরে রোহিতের বিশ্বকাপ শেষ হয়। মাঠে নামার আগে রোহিত এই রেকর্ড থেকে ২৬ রান দূরে ছিলেন। কিউইদের বিপক্ষে মাত্র ১ রান করে বিদায় নেন রোহিত।

এর আগে অবশ্য বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। ২০১৫ বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করেছিলেন লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। আগের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন রোহিত। চলতি বিশ্বকাপে সেটি ছিল রোহিতের পঞ্চম সেঞ্চুরি, টানা তৃতীয়। ওয়ানডে ক্যারিয়ারে ছিল তার ২৭তম সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা বিশ্বকাপের এক আসরে হয়ে যান সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরির মালিক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোহিত শর্মা করেন অপরাজিত ১২২ রান। এক ম্যাচ পরে পাকিস্তানের বিপক্ষে করেন ১৪০ রান। ইংল্যান্ডের বিপক্ষে করেন ১০২ রান, বাংলাদেশের বিপক্ষে করেন ১০৪ রান। লঙ্কানদের বিপক্ষে করেন ১০৩ রান। দশম ব্যাটসম্যান হিসেবে টানা তিন ম্যাচে সেঞ্চুরি হাঁকান রোহিত শর্মা।

২৭তম সেঞ্চুরি করতে রোহিতের লাগে মাত্র ২০৮ ইনিংস। ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরিতে রোহিত শর্মা পাশে বসেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলার। প্রোটিয়া এই ওপেনারও করেছেন ২৭টি সেঞ্চুরি। সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি আছে শচীন টেন্ডুলকারের। ৪১ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ৩০টি সেঞ্চুরি নিয়ে তিনে রিকি পন্টিং। সনাথ জয়সুরিয়া ২৮টি সেঞ্চুরি নিয়ে আছেন চার নম্বরে। রোহিত-আমলা যৌথভাবে পাঁচে।

বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপে রোহিতের ইনিংসগুলো:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রান করে অপরাজিত ছিলেন, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ৫৭ রান। তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যায়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইনফর্ম রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকিয়ে করেন ১৪০ রান। আফগানিস্তানের বিপক্ষে ১ রানে ফেরেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের ম্যাচে করেন ১৮ রান। ইংলিশদের বিপক্ষে করেন ১০২ রান। বাংলাদেশের বিপক্ষে করেন ১০৪ রান। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আরও একটি সেঞ্চুরি হাঁকিয়ে করেন ১০৩ রান। সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ১ রান।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল রোহিত শর্মা শচীন টেন্ডুলকার

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর