Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের মুখোমুখি হলে ঈশ্বর থাকবেন ভারতের সাথে: রবি শাস্ত্রী


১০ জুলাই ২০১৯ ১২:১৯

বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালের ফলাফল এখনও ঝুলে আছে বৃষ্টির কারণে। মঙ্গলবার (৯ জুলাই) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের টিকিটের লড়াইয়ে নাম ভারত। তবে বৃষ্টির কারণে ফলাফল আসেনি। তবে মুখে হাসি দু’দলের কারণে রয়েছে রিজার্ভ-ডে। আর বুধবার (১০ জুলাই) আবারও মাঠে গড়াবে ম্যাচ। আর এ ম্যাচের ফলাফল ভারতের দিকেই বেশি ঝুঁকে আছে এখন পর্যন্ত।

এখনই ফাইনাল নিয়ে জল্পনা কল্পনা আঁকছেন ভারতীয়রা। আর তা নিয়ে কথাও বলেছেন ভারতীয় জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী। আর ফাইনালে শাস্ত্রীর প্রতিপক্ষ হিসেবে পছন্দ ইংল্যান্ডকেই। আর তিনি মনে করেন ফাইনালে ইংল্যান্ডের সাথে ম্যাচ হলে ঈশ্বর থাকবেন তাদের সাথেই। এমনটাই শাস্ত্রীকে বলতে শোনা গেছে আইসিসির প্রকাশিত এক ভিডিও বার্তায়।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে ইংলিশদের কাছে ৩১ রানের ব্যবধানে হেরেছিল শাস্ত্রীর দল। তবে ম্যাচের ফলাফলের থেকে তারা সমালোচিত হয়েছিল তাদের খেলার ধরনে। তবে ফাইনালে ইংল্যান্ডকে পেলে ভারতই ম্যাচ জিতবে বলে মনে করেন শাস্ত্রী।

রবি শাস্ত্রী এ সম্পর্কে বলেন, ‘আমার মনে হয় ইংলিশদের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ঈশ্বর ওদের সাথে ছিল। আর পরের বার দু’দলের দেখা হলে আমার বিশ্বাস ঈশ্বর আমাদের সাথেই থাকবেন।’

ইংল্যান্ড বিশ্বকাপে বিরল এক রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। কিংবদন্তি অনেক রথী মহারথীরাও যে রেকর্ড গড়তে ব্যর্থ হয়েছেন আগে। এক বিশ্বকাপে পাঁচটি শতক হাঁকিয়েছেন। আর এই বিরল কীর্তিতে প্রশংসায় ভাসছেন রোহিত শর্মা। আর শিষ্যর এমন রেকর্ড গড়ায় প্রশংসা করতে ভুলে যাননি গুরুও।

তিনি বলেন, ‘এর আগে এমন রেকর্ড কেউ করতে পারেনি। রোহিতের এমন ফর্ম আমাদের জন্য অনেক সুফল এনেছে। আর বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এমন বিধ্বংসী ব্যাটিং করবে রোহিত তা আসলে বিস্ময়কর নয়। ও অনেক পরিশ্রম করে এবং তারই ফল সে পেয়েছে।’

বিজ্ঞাপন

বুধবার (১০ জুলাই) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমি ফাইনালের রিজার্ভ-ডে’তে লড়বে ভারত। আর রিজার্ভ-ডে’তেও ম্যাচের ফলাফল না আসলে নিয়মমাফিক গ্রুপ পর্বে শীর্ষে থাকায় ভারত চলে যাবে ফাইনালে। আর দ্বিতীয় সেমি ফাইনালে বৃহস্পতিবার (১১ জুলাই) অস্ট্রেলিয়া লড়বে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: কী হবে রিজার্ভ ডে’তে বৃষ্টি হলে!

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ফাইনাল ভারত-নিউজিল্যান্ড রবি শাস্ত্রী সেমি ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর