কী হবে রিজার্ভ ডে’তে বৃষ্টি হলে!
১০ জুলাই ২০১৯ ১১:৩০ | আপডেট: ১০ জুলাই ২০১৯ ১১:৫১
ইংল্যান্ড বিশ্বকাপের দশটি দলের প্রত্যেকের সাথে প্রত্যেকের কমপক্ষে একবার মুখোমুখি দেখা মিলেছে। তবে বৃষ্টির কারণে গ্রুপ পর্বে নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যকার ম্যাচ ভেসে গিয়েছিল। পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছিল দু’দলকে। আর গ্রুপ পর্বের লড়াই শেষ করে সেমিফাইনালে আবারও মুখোমুখি দু’দল। ভারত-নিউজিল্যান্ড খেলা মানেই যেন বৃষ্টির হানা।
গ্রুপ পর্বে দু’দলের মধ্যকার ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। আর প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে কিউইরা টস জিতে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভার ব্যাট করার পর দেখা মেলে বৃষ্টির। তবে এই বার স্বস্তি, কারণ রিজার্ভ ডে আছে। বুধবার (১০ জুলাই) সেই রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টি হয়? তবে কী হবে? কে খেলবে ফাইনাল? আর বাদই বা পড়বে কে?
বুধবার ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরু হবে নির্ধারিত বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। মঙ্গলবার যেখানে বৃষ্টির কারণে থেমে গিয়েছিল খেলা, সেই ৪৬.১ ওভার থেকেই। নিউজিল্যান্ড তাদের বাকি থাকা ৩.৫ ওভার ব্যাট করতে নামবে।
এরপর কিউইরা ভারতের সামনে যে লক্ষ্য ছুঁড়ে দিবে। ভারত সে লক্ষ্যে ব্যাট করতে নামবে। তবে ম্যানচেস্টারের আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির সম্ভবনা আছে বুধবারেও। যদি আজও বৃষ্টি বিঘ্নিত হয় তবে চেষ্টা করা হবে অন্তত ভারতের ২০ ওভার খেলা হওয়ার, কারণ ডার্কওয়াথ-লুইস নিয়মে দুই দল অন্তত ২০ ওভার না খেললে জয়ী দল নির্ধারণ করা সম্ভব নয়। মঙ্গলবারও সেই চেষ্টাই করা হয়েছিল। সম্ভব না হওয়ায় খেলা গড়ায় রিজার্ভ ডে-তে।
তবে আজ যদি খেলা হওয়ার মতো পরিস্থিতি না হয় তবে তা ক্ষতি করবে কিউইদেরই। কারণ গ্রুপ পর্বে এক নম্বরে থাকার ফলে ফাইনালে চলে যাবে ভারত। ম্যানচেস্টারে ক্রমশ ধীর হতে থাকা পিচে ব্ল্যাকক্যাপসদের এই ২১১ রানও কার্যকরী হয়ে উঠতে পারে। তবে এই অবস্থায় যদি ২০ ওভারে খেলা হয় তবে ভারতকে করতে হবে ১৪৮ রান।
ক্রিকেটপ্রেমীরা নিশ্চই চাইবেন যাতে খেলা হয়। আর মাঠে আসা দর্শকরাও গতদিনের টিকিটেই দেখতে পারবেন আজকের ম্যাচ। অপেক্ষায় সবাই কখন মাঠে গড়াবে ম্যাচ। জানতে হবে ফাইনালের টিকিট শেষ পর্যন্ত উঠবে কার হাতে? টানা দ্বিতীয়বারের মতো কিউইদের হাতে নাকি ৮ বছর পর ভারতীদের হাতে।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: রিজার্ভ ডে’তে সেমির বাকি ম্যাচ
সারাবাংলা/এসএস
কিউই ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ভারত-নিউজিল্যান্ড ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ড রিজার্ভ ডে সেমিফাইনাল