ওয়ানডেতে ধোনির ৩৫০
৯ জুলাই ২০১৯ ১৫:৩১ | আপডেট: ৯ জুলাই ২০১৯ ১৬:১৮
ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখ ভারত। আর এই ম্যাচ দিয়েই নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৩৫০তম ম্যাচ পূর্ণ করলেন মহেন্দ্র সিং ধোনি। ওয়ানডে ম্যাচ খেলার দিক দিয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ধোনি আছেন ২য় স্থানে।
সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই এই মাইলফলক স্পর্শ করেন ধোনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের ১০ম ক্রিকেটার হিসেবে ৩৫০তম ম্যাচ খেলতে নেমেছেন ধোনি। আর ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন সাবেক এই বিশ্বকাপজয়ী।
ধোনির আগে কেবল মাত্র একজন ভারতীয় ওয়ানডেতে ৩৫০ এর অধিক ম্যাচ খেলেছেন। তিনি ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। শচীন তার ক্যারিয়ারে ৪৬৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। যা ভারতের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ তো বটেই, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেও সর্বোচ্চ।
দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ওয়ানডেতে ধোনি ১০ হাজার ৭২৩ রান করেছেন। নামের পাশে ৫০.৫৮ গড়ে আছে ১০টি শতকও। ধোনির ব্যক্তিগত সর্বোচ্চ রান ১৮৩। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শুরু মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: সেমিতে সাতবারের ছয়বারই হেরেছে কিউইরা
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল ভারত-নিউজিল্যান্ড মহেন্দ্র সিং ধোনি সেমিফাইনল