সাবেকরা ভারতকে দুষেছেন, সরফরাজের প্রশংসা ইংলিশদের
৮ জুলাই ২০১৯ ১২:১৫ | আপডেট: ৮ জুলাই ২০১৯ ১২:১৭
সমীকরণটা ছিল সহজ, ভারত ইংল্যান্ডকে হারালে পাকিস্তানের সেমির রাস্তা পরিষ্কার। তখন কেবল বাংলাদেশকে হারালেই হতো পাকিস্তানের। তবে টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ হেরেছে ভারত আর সেটিও এই ইংলিশদেরই বিপক্ষে। আর এতেই ক্ষেপেছেন সাবেক অনেক ক্রিকেটার। তাদের সবাই মনে করছেন ইংলিশদের বিপক্ষে ভারতের হার ইচ্ছাকৃত। পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বিদায় করতেই তারা হেরেছে।
তবে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ সাবেকদের কথা সাথে কথা মেলাননি। সরফরাজ সাবেকদের কথার ঠিক বিপরীতে গিয়েছেন। তিনি মনে করেন ভারত ইচ্ছা করে কোনো ম্যাচ হারেনি। বা পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে ছেটে ফেলার জন্যও ম্যাচ হারেনি।
গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ইংলিশরা আগে ব্যাট করে টার্গেট দিয়েছিল ৩৩৮ রানের। তবে সাবেক অনেক ক্রিকেটারদের ভাষ্যমতে ভারতের ব্যাটিং দেখে প্রথম থেকেই মনে হয়নি তারা ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাট করছে। আর শেষ পর্যন্ত দেখা মেলে ভারত হেরেছে ৩১ রানের ব্যবধানে। যেখানে ইনিংসে ভারতের প্রথম ছয়ের মার আসে ইনিংসের ৫০তম ওভারে। আর এতেই ক্ষোভ দেখান পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তাঁদের ধারণা ইচ্ছা করেই হেরেছে ভারত।
তবে পাকিস্তানের বর্তমান অধিনায়ক সরফরাজ আহমেদ এ সম্পর্কে বলেন, ‘ না, না, না, এটা বলা ঠিক হবে না। ভারত ইচ্ছা করে কোনো ম্যাচই হারেনি। তারা আমাদের জন্য ইচ্ছাকৃত হারেনি। আমি মনে করি এই ম্যাচে ইংলিশরা জয়ের জন্য মরিয়া ছিল। আর তারা ম্যাচ জিতেই মাঠ ছেড়েছে।’
শেষ পর্যন্ত রান রেটের ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালের শেষ টিকিটটা হারিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত আর নিউজিল্যান্ড লড়বে ৯ তারিখ। আর দ্বিতীয় সেমিতে অজিদের প্রতিপক্ষ স্বাগতিক ইংলিশরা। ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১১ জুলাই। উভয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া নয় সেমিতে ফেবারিট ইংল্যান্ড: লায়ন
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ পাকিস্তান অধিনায়ক ভারত-ইংল্যান্ড সরফরাজ আহমেদ