Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যর্থতার দায় নিলেন মাশরাফি, অবসর ভাবনা এখনই নয়


৭ জুলাই ২০১৯ ১৯:৩৯ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ১৯:৪৩

গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। দ্বাদশ বিশ্বকাপ একদিক দিয়ে ভালো কাটলেও পয়েন্ট টেবিলের আটে থেকে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয়। রোববার (৭ জুলাই) দেশে ফিরেছে টাইগাররা। বিকেল ৫টা ২০ মিনিটে বিমানবন্দরে পৌঁছায় মাশরাফিদের বহনকারী বিমান। সাকিব, মিরাজ, লিটন আর সাব্বির ছাড়া বাকিরা ফিরেছেন।

সেমি ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে গেলেও প্রত্যাশা পূরণ হয়নি টাইগারদের। দলপতি মাশরাফি এটাকে ব্যর্থতা হিসেবেই দেখছেন। দলের ব্যর্থতা নিয়ে নিজের কাঁধে মাশরাফি জানালেন, এখনই অবসর নিয়ে কিছু ভাবছেন না। সময় হলেই সবাইকে নিজের অবসরের কথা জানাবেন।

বিজ্ঞাপন

বিমানবন্দরে মাশরাফি জানান, ‘আমরা যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম, সেটা পূরণ হয়নি। এটা আমার কাছে অবশ্যই হতাশাজনক। কিন্তু পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি, যদি আমাদের ভাগ্য সহায় থাকতো তাহলে হয়তো সেমি ফাইনালে যেতে পারতাম। আমরা যারা বর্তমান সিনিয়র খেলোয়াড়, তারা যখন তরুণ ছিলাম তখন কিন্তু আমরা এতটা চাপ নিয়ে খেলিনি। তাই তরুণ খেলোয়াড়দের দোষ দিয়ে লাভ নেই। তারা অনেক চেষ্টা করেছে। আমি আশা করি তারা ধারাবাহিক পারফর্ম করে আজকের সাকিব-তামিম-মাহমুদউল্লাহদের মতো ক্রিকেটার হবে। পুরো দলের খেলার ধরন ছিল ইতিবাচক।’

টাইগার দলপতি আরও জানান, ‘অধিনায়ক হিসেবে দলের প্রত্যাশা পূরণ করতে পারিনি। আর অধিনায়ক হিসেবে সেই ব্যর্থতার দায়ভার অনেকটাই আমার। আমি এর দায় নিচ্ছি। স্বাভাবিকভাবেই সেটা আমাকেই নিতে হবে। আমার জায়গায় অন্য কেউ হলে তাকেও নিতে হতো। আমার নিজের পারফরম্যান্স ভালো ছিল না, এটা নিয়ে সমালোচনা হয়েছে। এটাই স্বাভাবিক। যে কোনো টুর্নামেন্ট বা সিরিজের পর সমালোচনা হয় আর এটাতো বিশ্বকাপ। ভারতের বিপক্ষে হারের আগে পর্যন্ত আমাদের সেমি ফাইনালে খেলার সম্ভাবনা ছিল। সাকিব-মুশফিক ছাড়া আমরা ধারাবাহিক ছিলাম না। মোস্তাফিজ, সাইফ দারুণ খেলেছে। তাছাড়া কিছু জায়গা ছিল যেখানে ভাগ্য সহায় থাকলে ভালো হতো।’

বিজ্ঞাপন

আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ড বিশ্বকাপ মিলে মোট ৬৬ দিনের সফর দেশে ফিরলেন টাইগাররা। মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অদম্য এক বাংলাদেশকে দেখেছিল ক্রিকেট বিশ্ব। তিন জাতির সেই টুর্নামেন্টে লিগ পর্বের প্রতিটি ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বহুজাতিক কোনো টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে মাশরাফি অ্যান্ড কোং।

দ্বাদশ বিশ্বকাপে ৯ ম্যাচের আটটিতে খেলা হয় টাইগারদের। তাতে ৩ জয়, ৫ পরাজয় ও ১টি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলের আটে শেষ হলো সাকিব-তামিম-মাশরাফি-মুশফিকদের বিশ্বকাপ।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার মাশরাফি র‌্যাবিটহোল