Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডে অধিনায়কদের বিশ্বকাপ


৭ জুলাই ২০১৯ ১২:২৫ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ১৬:৪১

ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বের নয়টি করে ম্যাচ শেষ হয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের চারটি দল। সেই সাথে নির্ধারিত হয়েছে সেমিফাইনালের দুই ম্যাচের প্রতিপক্ষও। ৬ জুলাই শেষ হয়েছে গ্রুপ পর্ব, দুইদিনের বিরতির পর ৯ জুলাই ১ম সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে থাকা ভারত এবং চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ড। আর ১১ তারিখ ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

বিশ্বকাপে ১০ দলের নেতৃত্ব দিয়েছেন দশ জন ভিন্ন ভিন্ন অধিনায়ক। এবারের বিশ্বকাপের দশ অধিনায়কদের পারফরম্যান্স তুলে ধরা হলো। গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত তথ্য থেকে তৈরি পরিসংখ্যান।

ক্রিকেটার ইনিংস মোট রান মোট উইকেট সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট বোলিং ইকোনমি
গুলবাদিন নাইব ১৯৪ ৪৭ ২১.৫৬ ৭৯.৮৪ ৬.৪
অ্যারণ ফিঞ্চ ৫০৭ ১৫৩ ৫৬.৩৩ ১০২.২২
বিরাট কোহলি ৪৪২ ৮২ ৬৩.১৪ ৯৫.০৫
দিমুথ করুণারত্নে ২২২ ৯৭ ৩৭ ৭১.৩৮
জ্যাসন হোল্ডার ১৭০ ৫১ ২৪.২৯ ১০৮৫.৯৭ ৫.৬১
ইয়ন মরগান ৩১৭ ১৪৮ ৩৯.৬৩ ১০৬.১২
সফরাজ আহমেদ ১৪৩ ৫৫ ২৮.৬০ ৮৭.২০
মাশরাফি বিন মোর্ত্তজা ৩৪ ১৯ ৮.৫০ ৯৭.১৪ ৬.৪৫
কেইন উইলিয়ামসন ৪৮১ ১৪৮ ৯৬.২০ ৭৭.২১ ৪.২৭
ফাফ ডু প্লেসি ৩৮৭ ১০০ ৬৪.৫০ ৮৯.৫৮

ইংল্যান্ড বিশ্বকাপে অধিনায়কদের মধ্যে এখন পর্যন্ত সেরা পারফরম্যান্স করেছেন অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফিঞ্চ। নামের পাশে যোগ করেছেন ৫০৭ রানও। আর এরপরই আছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। ব্যাট হাতে ৪৮১ রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছেন ২টি উইকেট। আর এবারের বিশ্বকাপে অধিনায়কদের পারফরম্যান্সের পরিসংখ্যান দেখলে স্পষ্টত যে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা এবারের বিশ্বকাপের অধিনায়কদের মধ্যে সব থেকে বাজে পারফরম্যান্স করেছেন।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: সেমির লড়াইয়ে যে যার প্রতিপক্ষ

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বিশ্বকাপ স্পেশাল বিশ্বকাপে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা র‌্যাবিটহোল