সেমির লড়াইয়ে যে যার প্রতিপক্ষ
৭ জুলাই ২০১৯ ১০:৫৭ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ১২:২০
ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হলো অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে। যদিও এর আগেই নিশ্চিত হয়েছিল সেমিফাইনালের চূড়ান্ত চার দল। তবে সমীকরণ বাকি ছিল একটিই। কে হবে গ্রুপ পর্বের শীর্ষ দল। এই লড়াইয়ে ছিল অস্ট্রেলিয়া এবং ভারত। শেষ পর্যন্ত ভারতের কাছে শীর্ষ স্থান হারিয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হেরে ভারতের কাছে শীর্ষ স্থান সমার্পণ করেছে অজিরা। আর অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের হারিয়েছে কোহলির দল।
বিশ্বকাপের ৯ ম্যাচের ৭টিতে জয়, ১টিতে হার আর একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ভারতের। আর অজিদের গ্রুপ পর্বে নিজেদের ৯ ম্যাচের ৭ জয়ের বিপরীতে হার দুইটিতে। গ্রুপ পর্ব শেষে ভারতের পয়েন্ট ১৫ আর অস্ট্রেলিয়ার পয়েন্ট ১৪। অন্যদিকে সেমির অন্য দুই দল ইংল্যান্ড ৯ মাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয়। আর পাঁচ জয় এবং তিন হারে কিউইদের পয়েন্ট ১১।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দল এবং চতুর্থ দল। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দল। দুই দিনের বিশ্রামের পর ৯ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। যেখানে লড়বে ভারত এবং নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর সড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
আর প্রথম সেমিফাইনালের পর একদিনের বিরতি দিয়ে ১১ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং স্বাগতিক ইংল্যান্ড। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: ল্যাঙ্কাস্টারে শেষ বিকেলের সাকিব
সারাবাংলা/এসএস
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল