Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ল্যাঙ্কাস্টারে শেষ বিকেলের সাকিব


৭ জুলাই ২০১৯ ০৪:৪৩ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ১০:৫০

গেল এক সপ্তাহের ধারাবাহিকতায় গতকাল পর্যন্তও ইংল্যান্ডের আকাশ ছিল ঝকঝকে। দারুণ রৌদ্রজ্জ্বল আবহাওয়া। তাপমাত্রা ২৮ কি ২৯ ডিগ্রী। ইংলিশদের খুশি আর ধরে না! পারফেক্ট গ্রীষ্মকাল যাকে বলে। কিন্তু শনিবার (৬ জুলাই) সকাল থেকেই আবহাওয়ার রূপ বদল। আকাশের মন খারাপ। মেঘের সঙ্গে প্রচন্ড বাতাসও। বৃষ্টি আসি আসি ভাব। কিন্তু এলো না।

আর এলো না বলেই রক্ষা। নির্বিঘ্নে মাশরাফিদের বিদায় জানাতে টিম হোটেলে পৌঁছানো গেল। বিকেল তখন সোয়া ৫টা বাজে। টিম হোটেলও তখন টাইগারদের বিদায় জানাতে পুরোদস্তুর প্রস্তুত। নিরাপত্তারক্ষী থেকে শুরু করে অভ্যর্থনাস্থলের সবাই অবগত বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দলটি কিছুক্ষণের মধ্যেই চেক আউট করবে। শুধু মাত্র টাইগারদের বেরিয়ে আসার প্রতীক্ষা।

প্রতীক্ষার অবসান হল মিনিট পাঁচেক পরেই। ওপর থেকে নেমে এলেন মুশফিকুর ‍রহিম ও মাহমুদউল্লাহ দম্পতি। লবিতে বসলেন। হিথ্রো বিমানবন্দরে যেতে ট্যাক্সি ডেকেছেন, যতক্ষণ না আসে ততক্ষণ অপেক্ষা। ঘড়ির কাঁটা এক সময় তাদের প্রতীক্ষার অবসান ঘটায়। কালো রঙের মাইক্রোভ্যানটি এসে হাজির হয়। সামান গুটিয়ে ভেতরে উঠে বসতেই টিম হোটেল ল্যাঙ্কাস্টারকে পেছনে ফেলে হিথ্রোর দিকে ছুটে চলে মাইক্রোভ্যানটি।

এরপর একে একে সবাই নামলেন। মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, আবু যায়েদ রাহি, তামিম ইকবাল, রুবেল হোসেন, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান। সবার শেষে হোটেল থেকে বের হলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা। নীল রঙা টিম বাসে উঠে দেশের পথে রওনা হয়ে গেলেন।

সাকিব আল হাসানকে আবিষ্কার করা গেল মেয়ে অ্যালাইনা হাসান অব্রিসহ। কোথা থেকে যেন এলেন। চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। ভীষণ ব্যস্ত। কোথাও যাওয়ার তাড়া। ফোন আসছে, ধরছেন, কথা বলছেন। তবুও সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেলেন না। বিশ্বকাপে দেশের একমাত্র পারফর্মারকে পেয়ে সাংবাদিকদের প্রশ্ন যেন শেষই হয় না।

বিজ্ঞাপন

বিরক্ত হননি। তবে তার সঙ্গে যতক্ষণ কথা হয়েছে একটি বিষয় স্পষ্ট টের পাওয়া গেছে, কোন কারণে তিনি আপসেট। কী সেটা? কথা বলতেই বেরিয়ে এল। বিশ্বকাপে শেষ চারের দারুণ সম্ভাবনা জাগিয়েও ছিটকে যাওয়া এবং দলগত পারফরম্যান্স না থাকা।

আপসেট হওয়াটা কী অমূলক? পুরো বিশ্বকাপে দলকে একাই টেনেছেন। এমন একজন ছিলেন না যিনি তার সঙ্গে হাল ধরবেন। কিছুটা ব্যতিক্রম ছিলেন মুশফিক। তবে ধারাবাহিকতা ছিল না তারও। বাকিরা তো গেলেন আর এলেন।

‘অবশ্যই আক্ষেপ আছে, দলের দিক থেকে। কারণ আমাদের লক্ষ্যই ছিল সেমিফাইনালে খেলা। লক্ষ্য যখন অর্জন হবে না, আক্ষেপ তো থাকবেই। আক্ষেপ এটা নিয়ে যে দল হিসেবে খেলতে চেয়েছিলাম, সেটি আমরা পারলাম না। কিংবা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, সেটি ঠিকভাবে পূরণ করতে পারলাম না।’

আক্ষেপের মাঝে আনন্দও আছে সাকিবের। সেটা নিজের চোখ ধাঁধানো পারফরম্যান্সের জন্য। কিন্তু তার কথা কিংবা অবয়ব, কোনটিতেই বোঝা গেল না সেটি। মনে হল, জানতে চাওয়া হয়েছে তাই বললেন। স্রেফ বলার জন্য বলা যাকে বলে।

ব্যক্তিগত দিক থেকে খুবই ভালো। খুবই খুশি। যে ধরনের মন-মানসিকতা নিয়ে এসেছিলাম, যে ধরনের ইচ্ছে ছিল, যেমন তাগিদ ছিল, সেদিক থেকে সন্তুষ্ট। প্রথম ম্যাচ থেকেই ভালো কিছু হবে বলে মনে হচ্ছিল। আগের প্রতিটি বিশ্বকাপের প্রথম ম্যাচে রান ছিল। কিন্তু পরে আর সেভাবে করতে পারিনি। ওটারও একটা তাগিদ ছিল, মোমেন্টাম পাওয়ার পর যেন সেটা ধরে রাখতে পারি।’

বিশ্বকাপের চলতি আসরে সাকিবকে কোন মানুষ মনে হয়নি। যেন অতিমানব কোন। সিস্টেম ইনপুট দেওয়া আছে, তিনি স্রেফ আউটপুট দিচ্ছেন! যেভাবে খেলতে চেয়েছেন সেভাবেই খেলেছেন। কোন কোন ম্যাচে তার ব্যাটিং দেখে এমনও মনে হয়েছে তাকে আউট করার মত বোলারই নেই। যতক্ষণ চাইবেন ক্রিজে থাকবেন। থেকেছেনও। টন্টনে উইন্ডিজ বধের দিন অপরাজিত ছিলেন ১২৪ রানে।

বিজ্ঞাপন

এমন ব্যাটিংই তাকে এবারের বিশ্বকাপে নিয়ে গেছে সেরাদের সেরার কাতারে। আগের তিন বিশ্বকাপে ২১ ম্যাচে করেছিলেন ৫৩৯ রান। এবার ৮ ম্যাচেই করে ফেলেছেন তারচেয়ে বেশি (৬০৬)।

চোখ কপালে তুলে দেওয়া ফর্মে থাকা এই বিশ্বসেরা অলরাউন্ডার বিশ্বকাপের ইতিহাসে ছাপিয়ে গেছেন বহু স্বনামধন্য ব্যাটসম্যানদের। অ্যাডাম গিলক্রিস্ট, জাভেদ মিয়াঁদাদ, মাহেলা জয়াবর্ধনেদের মতো তারকাদের টপকে সাকিব এখন বিশ্বকাপের ইতিহাসের সেরা ১০ রান সংগ্রাহকদের একজন।

ও ভাল কথা। বিশ্বকাপ মিশন শেষে দেশের উদ্দেশ্যে দল রওনা হয়ে গেলেও সাকিব থেকে গেছেন। পরিবার নিয়ে রাতেই লন্ডন থেকে ইউরোপের বিমান ধরবেন। দিন কয়েক বেরিয়ে এরপর ফিরবেন দেশে।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরএফ/ওএম

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল ল্যাঙ্কাস্টার সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর