Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোয়েবকে নিয়ে সানিয়ার আগেবঘন টুইট


৬ জুলাই ২০১৯ ২০:০৮

দ্বাদশ বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর পাকিস্তানের সেরা অলরাউন্ডার শোয়েব মালিক ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। অনেকদিন ধরেই ব্যাটে রান নেই তার। ৩৭ বছরের অলরাউন্ডারের ক্রিকেট থেকে সরে যাওয়ার বোধহয় এটাই ছিল সঠিক সময়।

বাংলাদেশ ম্যাচের পর ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির অভিজ্ঞ এই অলরাউন্ডার। লর্ডসে ম্যাচ শেষে শোয়েব মালিককে ‘গার্ড অব অনার’ দেন সতীর্থরা। টুইট করে শোয়েব মালিক ধন্যবাদ জানান তার ভক্তদের।

বিজ্ঞাপন

স্বামীর অবসর নিয়ে টুইট করেন ভারতীয় তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। টুইট করে তিনি লেখেন, ‘সব কাহিনীরই একটা শেষ আছে। তবে জীবনে সব শেষের মধ্যেই যে শুরুর ইঙ্গিত থাকে। গত ২০ বছর ধরে তুমি সম্মানের সঙ্গে দেশকে গর্বিত করেছ। তুমি যা অর্জন করেছ তা নিয়ে তো বটেই, তোমাকে নিয়েও ইজান (শোয়েব-সানিয়ার সন্তান) ও আমি গর্বিত।’

অবসর নিয়ে এক বিবৃতিতে শোয়েব মালিক জানান, আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। কয়েক বছর আগেই আমি এই পরিকল্পনা করেছিলাম। বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচের পর অবসর নেওয়ার ইচ্ছে ছিল আগে থেকেই।

চলতি বিশ্বকাপে অবশ্য ভালো কাটেনি শোয়েব মালিকের। তিন ইনিংসে মাত্র ৮ রান করেছেন। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আউট হয়েছেন প্রথম বলেই। নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে না পারায় একাদশ থেকে ছিটকে যেতে হয়। তার জায়গায় দলে আসেন হারিস সোহেল। নিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারিস সোহেল ম্যাচজয়ী ইনিংস খেলেন। এরপর আর জায়গা মেলেনি মালিকের।

১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মালিকের। ২৮৭টি ওয়ানডেতে ৭ হাজার ৫৩৪ রান করার পাশাপাশি বল হাতে মালিকের নামের পাশে জমে ১৫৮টি উইকেট। ২০ বছরের ক্যারিয়ারে ৯টি সেঞ্চুরির পাশাপাশি ৪৪টি ফিফটি হাঁকিয়েছেন সাবেক এই দলপতি।

বিজ্ঞাপন

পাকিস্তানের হয়ে সব ফরম্যাটে ৪৩৩ ম্যাচ খেলেছেন মালিক। তার সবশেষ ম্যাচটি ভারতের বিপক্ষে ম্যানচেস্টারে। এই বছরের মার্চে শারজায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ফিফটির দেখা পেয়েছিলেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া শোয়েব মালিক।

২০০০ সালের আগে খেলা শুরু করা ক্রিকেটারদের মধ্যে যে শেষ কয়েকজন খেলা চালিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন শোয়েব মালিক। পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও তার অবসরের পরে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ শোয়েব মালিক সানিয়া মির্জা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর