Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার


৬ জুলাই ২০১৯ ১৫:০৪ | আপডেট: ৬ জুলাই ২০১৯ ১৫:১২

ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। ভারতের বিশ্বকাপের সেমি ফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে আগেই। শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার (৬ জুলাই) হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে ম্যাচটি ভারতের জন্য কেবল নিয়মরক্ষার। বিশ্বকাপ থেকে লঙ্কানদের বিদায় ঘটেছে আরও আগে। তবে এই ম্যাচে জয় নিয়ে বিশ্বকাপের যাত্রাটা শেষ করতে মরিয়া লঙ্কানরা। পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে ভারত আর শ্রীলঙ্কা আছে ছয় নম্বরে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।

বিজ্ঞাপন

বিশ্বকাপে মুখোমুখি দুই দল: মোট ম্যাচ: ০৮টি, ভারত জয়ী: ০৩টি, শ্রীলঙ্কা জয়ী: ০৪টি, পরিত্যক্ত: ১টি। মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ১৫৮টি, ভারত জয়ী: ৯০টি, শ্রীলঙ্কা জয়ী: ৫৬টি। ড্র: ১টি, ম্যাচ পরিত্যক্ত: ১১টি।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, কাউন রাজিথা এবং থিসারা পেরেরা।

ভারত একাদশ: রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশব পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, এবং  জাসপ্রিত বুমরাহ।

দুই দলের অবস্থান: আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ১২২ রেটিং পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। অন্যদিক ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ৮ম স্থানে অবস্থান করছে একবারের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

এবারের বিশ্বকাপে ভারতের উড়ন্ত সূচনা আর অন্যদিকে শুরু থেকেই ধুঁকছে লঙ্কানরা। বিশ্বকাপে খেলা আট ম্যাচের ছয়টিতেই জিতেছে ভারত আর বাকি এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত। অন্যদিকে আট ম্যাচ খেলে লঙ্কানদের জয় মাত্র তিনটিতে, হেরেছে তিন ম্যাচে আর বাকি দুই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত।

ব্যাট হাতে ভারতীয় ওপেনার রোহিত শর্মা আছেন দারুণ ফর্মে আর বল হাতে বিশ্বকাপ মাতাচ্ছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামিরা। অন্যদিকে লঙ্কানদের হয়ে জ্বলে উঠতে পারছেন না কেউই। তবে, শেষ দিকে লাসিথ মালিঙ্গা, আভিস্কা ফার্নান্দোরা ভালোই পারফর্ম করছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: এত ভাল তবুও খারাপ তামিম!

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টস ভারত-শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর