Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দিন শেষে ইমরুল-বিজয়দের সংগ্রহ ১১৯/৪


৫ জুলাই ২০১৯ ১৮:১০ | আপডেট: ৫ জুলাই ২০১৯ ১৯:৩৮

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে চারদিনের আন-অফিসিয়াল টেস্ট ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১১৯ রান। বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। ফিফটি হাঁকিয়ে অপরাজিত আছেন এনামুল হক বিজয়।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ইয়ামিন আহমাদজাইয়ের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েস আফগান পেসার ইয়ামিন আহমাদজাইয়ের বলে রানের খাতা না খুলেই আউট হন। দলপতি ইমরুলের বিদায়ের পর নাঈম শেখের ব্যাটে প্রতিরোধ গড়ার চেষ্টা করে স্বাগতিকরা। নাঈম শেখ ৯৪ বলে আটটি বাউন্ডারিতে করেন ৪৯ রান। কাইস আহমাদের শিকার হন তিনি।

বিজ্ঞাপন

জাকির হাসান (০) ও রকিবুল হাসানও (৪) আহমাদজাইয়ের বলে দ্রুতই বিদায় নেন। দিন শেষে উইকেটে আছেন এনামুল হক বিজয় (৫৩)। তাকে সঙ্গ দিচ্ছেন আফিফ হোসেন (৭)।

আফগানদের পক্ষে ইয়ামিন আহমাদজাই ১১ ওভারে তুলে নেন ৩ উইকেট। কাইস আহমাদ ৬ ওভার বল করে নিয়েছেন ১ উইকেট।

১২ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ। বন্দরনগরীর এই মাঠেই ১৯, ২১ ও ২৪ জুলাই হবে প্রথম তিন ওয়ানডে। আর সাভারের বিকেএসপিতে ২৭ ও ২৯ জুলাই হবে সিরিজের শেষ দুই ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোরবোর্ড:
বাংলাদেশ: ইমরুল কায়েস (০), মোহাম্মদ নাঈম শেখ (৪৯), জাকির হাসান (০), রাকিবুল হাসান (৪), আনামুল হক (৫৩*), আফিফ হোসেন (৭*)।
আফগানিস্তান: ইয়ামিন আহমেদজাই ৩ উইকেট, কাইস আহমাদ ১ উইকেট।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

আফগানিস্তান 'এ' দল ক্রিকেট বাংলাদেশ ‘এ’ দল বাংলাদেশ-আফগানিস্তান

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর