Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাব্বিরের জায়গায় রিয়াদ, রুবেলের পরিবর্তে মিরাজ


৫ জুলাই ২০১৯ ১৫:১৯ | আপডেট: ৫ জুলাই ২০১৯ ১৭:০৫

চলতি বিশ্বকাপের ৪৩তম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। দুই দলেরই চাই জয়। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে একবারই দেখা হয়েছে বাংলাদেশের। ১৯৯৯ সালে সেবার শেষ হাসিটা হেসেছিল টাইগাররা। আরেকটি জয়ের লক্ষ্যে মাঠে নামতে যাওয়া বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন হয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ।

সাব্বির রহমানের জায়গায় একাদশে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ আর রুবেল হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। পাকিস্তান আগের একাদশ নিয়েই মাঠে নামবে।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী স্টেডিয়াম এবং ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে শুক্রবার (৫ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। গাজী টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশের সেমি ফাইনালের স্বপ্নটা শেষ হয়েছে ভারতের বিপক্ষে হেরে। তবে লড়াইটা বাংলাদেশের এখনো বাকি, মর্যাদার লড়াইয়ে নামবে টাইগাররা। এর আগে বিশ্বকাপে দুই দল একবার মুখোমুখি হলে ম্যাচ জেতে বাংলাদেশ। ওয়ানেডতে দুই দলের মুখোমুখি দেখা মোট ম্যাচ ৩৬টি, বাংলাদেশ জিতেছে ৫টিতে, পাকিস্তান জিতেছে ৩১টিতে।

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের পারফরম্যান্স দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুরু হয় টাইগারদের বিশ্বকাপ মিশন। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ উইকেটে হার, তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের পরাজয়। নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। নিজেদের পঞ্চম ম্যাচে জয়ে ফেরে টাইগাররা। উইন্ডিজদের ৭ উইকেটে হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে হারলেও পরাজয়ের আগে হাল ছাড়েনি টাইগাররা। আফগানদের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৬২ রানের ব্যবধানে। আর সবশেষ লড়াইয়ের পরও ভারতের বিপক্ষে হারতে হয়েছে ২৮ রানের ব্যবধানে।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজ।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

একাদশ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ পাকিস্তান বাংলাদেশ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর