Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম-আশরাফুলদের মনে করালেন ইকরাম আলি


৪ জুলাই ২০১৯ ২২:২০

চলতি বিশ্বকাপের ৪১তম ম্যাচে মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের তলানির দুই দল ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান। নিয়মরক্ষার এই ম্যাচের আগে উইন্ডিজরা জিতেছে মাত্র একটি ম্যাচে আর আফগানরা এখনও কোনো জয় পায়নি। আগে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজরা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ৩১১ রান।

৩১২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আফগানদের হয়ে দারুণ ব্যাট করেছেন ইকরাম আলি খিল। ৫৭ বলে ৫টি চারের সাহায্যে ফিফটি পূর্ণ করেন। আর তাতেই তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের পর তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিশ্বমঞ্চে ফিফটির দেখা পান ইকরাম আলি। নবম ওয়ানডে ম্যাচে এসে প্রথম ফিফটির দেখা পান তিনি। এই ইনিংসের আগে তার নামের পাশে ছিল ব্যক্তিগত সর্বোচ্চ ২৪ রান। আজ খেললেন ক্যারিয়ার সেরা ৮৬ রানের ইনিংস।

বিজ্ঞাপন

আফগান উইকেটরক্ষক ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ ইনজুরির কারণে বিশ্বকাপ চলাকালীন ছিটকে পড়লে ইংল্যান্ডের বিমান ধরেন ইকরাম আলি। নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারেননি প্রথম ম্যাচে। নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ বলে সেই ম্যাচে করেছিলেন মাত্র ২ রান। সমালোচনাও শুনতে হয়েছিল। পরের ম্যাচগুলোতেও ছিল ধারাবাহিক ব্যর্থতা। করেছিলেন যথাক্রমে ৯, ৩*, ৭*, ১১১, ২৪ রান।

নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন ইকরাম আলি। দলীয় ৫ রানের মাথায় দলপতি এবং ওপেনার গুলবাদিন নাইবের বিদায়ে ব্যাট হাতে ক্রিজে আসেন। আরেক ওপেনার রহমত শাহর সঙ্গে ১৩৫ রানের জুটি গড়েন। নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে স্কোরবোর্ডে যোগ করেন আরও ৫১ রান। নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে হয়তো বিশ্বকাপের শেষ ম্যাচটিকেই বেছে নিয়েছিলেন ইকরাম।

বিজ্ঞাপন

ইনিংসের ৩৬তম ওভারে ক্রিস গেইলের বলে এলবির ফাঁদে পড়েন আফগান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে ছুটতে থাকা ইকরাম আলির ইনিংস শেষ হয় ৮৬ রানে। তার ৯৩ বলে সাজানো ইনিংসে ছিল আটটি বাউন্ডারির মার।

তার আগে বিশ্বকাপে তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফিফটির দেখা পান ইকরাম আলি। তামিম ইকবাল এই তালিকায় এক নম্বরে। সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তামিম ১৭ বছর ৩৬২ দিন বয়সে ফিফটি হাঁকিয়েছিলেন। দুইয়ে থাকা মোহাম্মদ আশরাফুল ১৮ বছর ২৩৪ দিন বয়সে ফিফটির দেখা পেয়েছিলেন। আর ইকরাম আলি ১৮ বছর ২৭৮ দিন বয়সে ফিফটির দেখা পেলেন।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ইকরাম আলি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ তামিম ইকবাল মোহাম্মদ আশরাফুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর