মাশরাফির ফেয়ারওয়েলে আবেগাপ্লুত হবে না ড্রেসিংরুম?
৪ জুলাই ২০১৯ ১৯:৫৬ | আপডেট: ৪ জুলাই ২০১৯ ২৩:৩৬
বিশ্বকাপের আগে স্বয়ং মাশরাফিই ঘোষণাটি দিয়েছিলেন- এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। সেই হিসেবে শুক্রবার (৫ জুলাই) লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে তার ২২ গজের বিশ্বযুদ্ধের শেষ! বিশ্বমঞ্চে এই যোদ্ধার লড়াকু উপস্থিতি আর দেখা যাবে না। ক্রিকেট বিশ্ব দেখবে না আত্মবিশ্বাসে ভরপুর এক অধিনায়কের সদর্প উপস্থিতি। শত আঘাত ও ক্ষতে জর্জরিত হয়েও চির উন্নত তার শির। তার বিদায়ী সেই ম্যাচটিতে কতটা আবেগাপ্লুত হবে লাল সবুজের ড্রেসিংরুম? সতীর্থরাই বা প্রিয় অধিনায়কের বিদায়ী ম্যাচকে কতটা স্মরণীয় করে রাখতে পারবেন?
সতীর্থরা কতটা আবেগাপ্লুত হবেন সেটা না সময়ের ওপরেই ছেড়ে দেওয়া যাক। কিন্তু আইকনিক দলপতিকে ফেয়ারওয়েলে যোগ্য সম্মান জানাতে টাইগার কন্টিনজেন্ট বিন্দুমাত্র কার্পণ্য করবেন না, সেই ইঙ্গিত কিন্তু হেড কোচ স্টিভ রোডস ঠিকই দিয়ে রাখলেন।
রোডস জানালেন, ‘মাশরাফির ব্যাপারে একটি কথা বলাই যায়, প্লেয়াররা তাকে দারুণ সম্মান করে। তার ক্ষেত্রে আমি একটি শব্দ ব্যবহার করতে পছন্দ করি, ‘যোদ্ধা’, যে কী না দলের জন্য যুদ্ধ করতে ভালোবাসে। এ কারণেই মানুষ তাকে ভালবাসে, শ্রদ্ধা করে। ড্রেসিংরুমেও প্লেয়াররা তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। নিঃসন্দেহে এটা তার জন্য একটি আবেগের ম্যাচ। আশা করছি বিশ্বকাপে মাশরাফির শেষ ম্যাচে ছেলেরা ওর প্রাপ্য সম্মান দেবে। সেজন্য আমাদের ম্যাচটির প্রতি মনোযোগি হওয়া উচিত।’
বিশ্বকাপ শেষ হতেই লঙ্কা অভিযানে যাবে টিম বাংলাদেশ। ২৫-২৯ জুলাই সেখানে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলবে স্টিভ রোডস শিষ্যরা। সেই সফরে কী মাশরাফিকে দেখা যাবে? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নও শোনা গেল। জবাবটি স্টিভ চড়া কণ্ঠে দিলেও তাতে মিশ্রিত ছিল আবেগ ও প্রিয় সতীর্থের প্রতি গভীর মমতার মিশ্রন।
তিনি জানালেন, ‘শ্রীলঙ্কা সফর? অবশ্যই। আমি বলতে চাচ্ছি মাশরাফি আমাদের দলনেতা। যদি সে যায় ভালো। আর যদি ভিন্ন কোনো সিদ্ধান্ত নেয়, সেটাও ভালো। আমরা আমাদের কাজ করে যাব। এটাই জীবন। মাশরাফিকে ছাড়াই বাংলাদেশকে চলতে হবে। সেটা বিশ্বকাপ শেষে হোক কিংবা এক বছর পরে। আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের অন্যান্য দেশ যেভাবে চলছে বাংলাদেশকেও সেভাবে চলতে হবে। তবে সবসময় এটা সহজ না। মাশরাফির শূন্যতা পূরণ করা কঠিন। কিন্তু তবুও আমাদের এগিয়ে যেতে হবে।’
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি