Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোথামকে টপকে গেলেন আর্চার


৩ জুলাই ২০১৯ ২১:০৩

সেমি ফাইনাল নিশ্চিতের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড লড়ছে নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের চলতি আসরের ৪১তম ম্যাচে আগে ব্যাট করে ইংলিশরা তুলেছে ৩০৫ রান। ফিল্ডিংয়ে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারে কিউই ওপেনার মার্টিন গাপটিলকে বিদায় করেন ইংলিশ পেসার জোফরা আর্চার।

ব্যক্তিগত ৮ রানে উইকেটের পেছনে জস বাটলারের গ্লাভসবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন গাপটিল। আর এই উইকেট প্রাপ্তির মধ্যদিয়ে দারুণ এক মাইলফলকে নাম লেখান বার্বাডোজে জন্ম নেওয়া আর্চার। অভিবাসী হয়ে ইংলিশ দলে খেলেই এক বিশ্বকাপের আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় এক নম্বরে নাম লেখালেন তিনি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের প্রাথমিক দলে ডাক না পেলেও আইপিএলের দুর্দান্ত ফর্ম আর্চারকে শেষবেলায় ইংলিশ স্কোয়াডে সুযোগ করে দেয়। ইংলিশ নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়ে প্রতি ম্যাচেই উইকেট তুলে নিচ্ছেন নিয়মিত। ইংল্যান্ডের জার্সিতে ১৯৯২ বিশ্বকাপে (এক আসরে) ১৬ উইকেট নিয়েছিলেন ইয়ান বোথাম। ২০০৭ বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে বোথামকে টপকে এক আসরে সর্বোচ্চ উইকেটের মালিক হতে পারেননি অ্যান্ড্রু ফ্লিনটফ।

ফ্লিনটফ না পারলেও আর্চার ঠিকই পারলেন। এ রিপোর্ট লেখা অবধি, গাপটিলের উইকেটটি নিয়ে আর্চার মোট ১৭টি উইকেট নিয়েছেন। টপকে গেলেন বোথামকে। তবে, বিশ্বমঞ্চে ইংলিশদের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক বোথাম। ২২ ম্যাচ খেলে নিয়েছেন ৩০টি উইকেট।

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় ৭১ উইকেট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা। আরেক অজি পেসার মিচেল স্টার্ক নিয়েছেন ৪৬ উইকেট। ম্যাকগ্রা ২০০৭ বিশ্বকাপে নিয়েছিলেন ২৬ উইকেট। মিচেল স্টার্ক চলতি আসরে নিয়েছেন ২৪ উইকেট। স্টার্ক সেমি ফাইনালেই হয়তো টপকে যাবেন ম্যাকগ্রার এক আসরে নেওয়া সর্বোচ্চ উইকেটকে।

বিজ্ঞাপন

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ইয়ান বোথাম ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ জোফরা আর্চার র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর