Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেইল-মালিঙ্গাদের জরিমানা


৩ জুলাই ২০১৯ ১৮:৫০

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা দুই দলকেই জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত ১ জুলাই চেস্টার লি স্ট্রিটে মাঠে নেমেছিল দুই দল। স্লো ওভার রেটের কারণে দুই দলকেই জরিমানার কবলে পড়তে হয়েছে। ম্যাচ রেফারি ডেভিড বুনের রিপোর্টের পর দুই দলকে জরিমানা করে আইসিসি।

ডারহামের ওই ম্যাচটি টানটান উত্তেজনায় শেষ হয়। ক্যারীবিয়ানরা ২৩ রানে হারে। যেখানে লঙ্কান ব্যাটসম্যান আভিস্কা ফার্নান্দো এবং ক্যারিবীয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরান সেঞ্চুরির দেখা পান। ২০১৭ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো বল হাতে নিয়ে নিজের প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

বিজ্ঞাপন

দুই দলই স্লো ওভার রেটের কারণে নির্ধারিত সময়ের পরে ইনিংস শেষ করে। কমপক্ষে দুই ওভার সময় বেশি নেওয়ায় উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার এবং লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নেকে জরিমানা গুণতে হচ্ছে। দুই দলপতিকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়। আর বাকি খেলোয়াড়দের ২০ শতাংশ করে জরিমানা গুণতে হচ্ছে।

আগামী ১২ মাসের মধ্যে দুই দলপতি এমন ঘটনায় আবারো অভিযুক্ত হলে তাদের এক ম্যাচ নিষিদ্ধ করা হবে।

৪ জুলাই আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে মাঠে নামবে উইন্ডিজ। আর ৬ জুলাই ভারতের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। হেডিংলিতে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে এই দুটি ম্যাচ।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ জরিমানা শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর