অভিমানে অবসর নিলেন রাইডু
৩ জুলাই ২০১৯ ১৭:৪৩
এর আগেও খবরের শিরোনাম হয়েছিলেন ভারতের ব্যাটসম্যান আম্বাতি রাইডু। বিশ্বকাপ দল থেকে বাদ পরার পর টুইটে লেখেন, ‘নতুন থ্রিডি চশমা কিনেছি। এবার বিশ্বকাপে বাসায় বসে থ্রিডি চশমা দিয়ে খেলা দেখবো।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের কটাক্ষ করে এমন টুইটে বেশ সমালোচনায় পড়তে হয়েছিল এই ক্রিকেটারকে।
ভারতের বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় নির্বাচকদের উপর সন্তুষ্ট হতে পারেননি রাইডু। বিশ্বকাপ চলাকালীন ওপেনার শিখর ধাওয়ান চোটে পড়লে রাইডুর সুযোগ পাওয়ার কথা ছিল। এরপর বিজয় শঙ্কর বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ডাক পাননি রাইডু। ধাওয়ানের বদলি হিসেবে ডাক পান রিশব পান্ত আর সবশেষ বিজয়ের জায়গায় ডাক পান মায়াঙ্ক আগরওয়াল।
তাতে হয়তো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে অভিমানি রাইড়ুর। বিশ্বকাপ দলে উপেক্ষিত থাকায় অভিমানে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৩৩ বছর বয়সী এই ভারতীয় ব্যাটসম্যান। জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএলে খেলে যাবেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের সভাপতি রাহুল জোহরি নিশ্চিত করেছেন, অবসরের সিদ্ধান্ত জানিয়ে বিসিসিআইয়ের ক্রিকেট অপারেশনস বিষয়ক ব্যবস্থাপক সাবা করিমকে ই-মেইল করেছেন রাইড়ু।
২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় রাইডুর। ভারতের হয়ে ৫৫টি ওয়ানডে খেলেছেন রাইডু। তিনটি সেঞ্চুরি আর ১০টি ফিফটিতে ৪৭.০৫ গড়ে করেছেন ১৬৯৪ রান।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি