Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাশরাফির অবসরের সিদ্ধান্ত জানানোর আমি কেউ নই’


৩ জুলাই ২০১৯ ১৫:২৫ | আপডেট: ৪ জুলাই ২০১৯ ১৯:৫৭

বিশ্বকাপের শুরু থেকেই হ্যামস্ট্রিংয়ের চোট জেঁকে বসেছে মাশরাফি বিন মোর্ত্তজার শরীরে। ফলে ২২ গজের বিশ্বযুদ্ধে প্রত্যাশিত ফর্মে দেখা যায়নি দেশ সেরা এই বোলারকে। সাত ম্যাচ থেকে তার পাওয়া উইকেটের সংখ্যা মাত্র ১টি। আর ব্যাট হাতে রান ১৯টি। ব্যাটে-বলে এমন ফর্মহীনতায় তার দলে থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তাদের বক্তব্য, স্রেফ অধিনায়ক হিসেবেই খেলছেন মাশরাফি এবং তার অবসরের মোক্ষম সময় এখনই।

বিজ্ঞাপন

ভারতের কাছে হেরে বিশ্বকাপে সেমির দৌঁড় থেকে ছিটকে যাওয়ার পর সংবাদ সম্মেলনে প্রধান কোচ স্টিভ রোডসের কাছে মাশরাফির ফর্ম এবং অবসরের প্রশ্ন তুললেন ভারতীয় সাংবাদিকরা। যার সারমর্ম হলো, কবে নাগাদ তিনি অবসরে যাচ্ছেন? কোচ জানালেন, এই সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও মাশরাফি। এটা বলার আমি কেউ নই।

রোডস জানান, ‘গেল দুই সপ্তাহ ধরেই এটি নিয়ে আলোচনা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর আসলে মাশরাফি ও বোর্ড দিতে পারবে। আমি উত্তর দিতে পারছি না। তবে আমাদের এটাও মনে রাখতে হবে, আমাদের এমন বোলার লাগবে, যে মাশরাফির বিকল্প হওয়ার মতো সামর্থ্য রাখে। কারও এই দিকটি মনে থাকে না।’

এদেশের ক্রিকেটকে মাশরাফি যা দিয়েছেন তাতে তার অবসরের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুই তার। স্টিভ রোডস কেন, খোদ বিসিবি সভাপতিও তাকে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার স্পর্ধা হয়তো দেখাবেন না। তাছাড়া দুনিয়ার তাবৎ খেলোয়াড়রা অবসরের সিদ্ধান্ত নিজেরাই নিয়ে থাকেন। তাই মাশরাফির অবসরের সিদ্ধান্ত জানানো নিজের জন্য কঠিন বলে জানালেন লাল সবুজের এই প্রধান কোচ।

রোডস যোগ করেন, ‘ম্যাশের অবসরের প্রশ্নের উত্তর আমার জন্য কঠিন। আমি এটাতে জড়াতে চাই না। আমাদের তো লম্বা, গতিময় বোলার খুব বেশি নেই। টেস্ট ম্যাচের জন্য আমরা তেমন বোলার খুঁজছি। তাদের খুঁজে পেলে এবং তারা ভালো করলে, অবশ্যই দলে নেব।’

বিজ্ঞাপন

পারফরম্যান্সের জন্য মাশরাফি সবসময়ই মুখিয়ে থাকেন। বিশ্বকাপ তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও। আর সেটা করতে না পারলে তিনি অনুশোচনায় ভোগেন, অপমানিত বোধ করেন। হেড মাস্টার হিসেবে স্টিভ সেটা ভালো করেই জানেন। তাই ওই সাংবাদিকদের করা প্রশ্নের উদ্দেশ্য তিনি বেশ ভালভাবেই অনুধাবন করতে পেরেছেন। আর পেরেছেন বলেই তাদের মনে করিয়ে দিয়েছেন দুই হাঁটুতে ৭ বার অস্ত্রোপচারের পরেও তার চেষ্টা দৃষ্টান্ত স্থাপনকারী।

‘সাতটি অস্ত্রোপচারের পরও দুইশর বেশি ওয়ানডের অসাধারণ ক্যারিয়ার তার। ক্যারিয়ারে কখনোই সে চেষ্টা করা থামায়নি, এটা বলতে পারি। মাশরাফি নিজের পারফরম্যান্সে গর্ব খুঁজে নেয়। এবারের পারফরম্যান্সে পেছন ফিরে তাকিয়ে তার মনে হবে, নিশ্চয়ই আরও ভালো হতে পারত! তবে এটা বলার পাশাপাশি মনে রাখতে হবে, সে টুর্নামেন্ট জুড়ে চেষ্টা করে গেছে। ম্যাশের একটি ব্যাপার হলো সে প্রতিটি বলে চেষ্টা করে।’ যোগ করেন টাইগার কোচ।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: ম্যারাডোনা-রোনালদো আর ‘সুপারম্যান’ সাকিব!

সারাবাংলা/এমআরএফ/এসএস

অবসর ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টপ নিউজ বিশ্বকাপ স্পেশাল মাশরাফি বিন মোর্ত্তজা স্টিভ রোডস

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর