পাঁচে মোস্তাফিজ, সেঞ্চুরির অপেক্ষা
৩ জুলাই ২০১৯ ০৩:৪১ | আপডেট: ৩ জুলাই ২০১৯ ০৩:৪৪
শক্তিশালী ব্যাটিং লাইনআপের দল ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে মাত্র ২৮ রানের ব্যবধানে। ভারত ৯ উইকেট হারিয়ে তুলেছিল ৩১৪ রান। যেখানে একটা সময় মনে করা হচ্ছিল, সাড়ে তিনশো কিংবা তারও বেশি টার্গেট পেতে যাচ্ছে বাংলাদেশ। দুই ওভার বাকি থাকতে বাংলাদেশ অলআউট হয় ২৮৬ রানের মাথায়।
ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের দলটিকে আটকে রাখতে বড় ভূমিকা রেখেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, ভারতের সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, ঠান্ডা মাথার খুনে ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক আর মোহাম্মদ শামিকে সাজঘরের পথ দেখান দ্য ফিজ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অবহেলিত কাটার মাস্টারের ইনিংস শেষে বোলিং ফিগার দাঁড়ায় ১০-১-৫৯-৫। ওয়ানডেতে ৫৩ ম্যাচের ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ বা তার বেশি উইকেট তুলে নেন মোস্তাফিজ।
দারুণ এই পারফরম্যান্সের পর মোস্তাফিজ এই আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন। ৮ ম্যাচে ২৪ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। নিউজিল্যান্ডের পেসার লুকি ফার্গুসন ৭ ম্যাচে ১৭ উইকেট নিয়ে দুইয়ে, পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির ৭ ম্যাচে ১৬ উইকেট নিয়ে তালিকায় তিনে অবস্থান করছেন। চারে থাকা ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার ৮ ম্যাচে নিয়েছেন আমিরের সমান ১৬ উইকেট। তার ৭ ম্যাচে ১৫ উইকেট নিয়ে মোস্তাফিজ উঠে এলেন পাঁচ নম্বরে।
আগামী ৫ জুলাই বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। মোস্তাফিজের সুযোগ থাকছে নিজেকে আরও উপরে নিয়ে যাওয়ার। ওয়ানডে ক্যারিয়ারে উইকেটের সেঞ্চুরি করার সুযোগও থাকছে ফিজের সামনে। তাতে কাটার মাস্টারের দরকার আর মাত্র দুটি উইকেট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোস্তাফিজ ৬৭ রানে নিয়েছেন তিনটি উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। ইংল্যান্ডের বিপক্ষে ৭৫ রান খরচায় পান একটি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৯ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৯ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। আফগানিস্তানের বিপক্ষে ৩২ রান খরচায় পান দুটি উইকেট। আর সবশেষ ভারতের বিপক্ষে ৫৯ রান দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল মোস্তাফিজ র্যাবিটহোল সর্বোচ্চ উইকেট শিকারি সেঞ্চুরি