Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তাফিজের ৩ উইকেট মানেই বাংলাদেশের জয়!


২ জুলাই ২০১৯ ২০:৩৮ | আপডেট: ২ জুলাই ২০১৯ ২০:৪১

মোস্তাফিজুর রহমান (ফাইল ছবি)

মোস্তাফিজুর রহমান। ‘কাটার মাস্টার’ নামে পরিচিত এই পেসার বোলিং ডিপার্টমেন্টের অন্যতম ভরসার নাম। ২০১৫ সালের ১৮ জুন ভারতের বিপক্ষে অভিষেকের পরে মোস্তাফিজ এখন পর্যন্ত যতবার কমপক্ষে ৩ উইকেট নিয়েছেন, তার সবকটিতেই জিতেছে বাংলাদেশ।

  • ঢাকায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৯.২ ওভার বোলিং করে ৫০ রানের বিনিময়ে নেন ৫ উইকেট। ভারতের বিপক্ষে বাংলাদেশ সেই ম্যাচ জিতে ৭৯ রানে।
  • ২০১৫ সালের ২১ জুন ঢাকায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ১০ ওভারে ৪৩ রানের বিনিময়ে নেন ৫ উইকেট। সেই ম্যাচ বাংলাদেশ জিতে ৬ উইকেটে।
  • ক্যারিয়ারের পঞ্চম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ঢাকায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামেন মোস্তাফিজ। সেই ম্যাচে মোস্তাফিজ ১০ ওভারে ৩৮ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। বাংলাদেশ সেই ম্যাচ জিতে ৭ উইকেটে।
  • ২০১৫ সালের ৯ নভেম্বর ক্যারিয়ারের অষ্টম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ঢাকায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ ওভারে ৩৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন মোস্তাফিজ। বাংলাদেশ সেই ম্যাচ জিতে ৫৮ রানের ব্যবধানে।
  • ২০১৫ সালের ১১ নভেম্বর ক্যারিয়ারের নবম আন্তর্জাতিক ম্যাচে ঢাকায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মোস্তাফিজ ৮ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৫ উইকেট নেন জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশ সেই ম্যাচ জিতে ৬১ রানে।
  • ক্যারিয়ারের ১২তম ম্যাচ মোস্তাফিজ খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেই ম্যাচে মোস্তাফিজ ৮.১ ওভারে ৫৬ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। বাংলাদেশ জিতে ৯০ রানের ব্যবধানে।
  • ক্যারিয়ারের ১৬তম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২০১৭ সালের ১৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে মাঠে নামেন মোস্তাফিজ। সেই ম্যাচে ৯ ওভারে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট নেন কাটার মাস্টার। বাংলাদেশ সেই ম্যাচ জিতে ৮ উইকেটে।
  • ২০১৮ সালের ২৬ জুন এশিয়া কাপের ম্যাচে আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে নিজের ৩৩তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ১০ ওভারে ৪৩ রানের বিনিময়ে ৪ উইকেট নেন মোস্তাফিজ। বাংলাদেশ সেই ম্যাচ জিতে ৩৭ রানের ব্যবধানে।
  • ২০১৮ সালের ৯ ডিসেম্বর ঢাকায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ৩৭তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন ‘সাতক্ষীরা এক্সপ্রেস’। সেই ম্যাচে ১০ ওভারে ৩৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। বাংলাদেশ সেই ম্যাচ জিতে নেয় ৫ উইকেটের ব্যবধানে।
  • ২০১৯ সালের ১৩ মে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ৪৪তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন মোস্তাফিজুর রহমান। সেই ম্যাচে ৯ ওভারে ৪৩ রানের বিনিময়ে ৪ উইকেট নেন বাঁহাতি এই পেসার। বাংলাদেশ সেই ম্যাচ জিতে ৫ উইকেটের ব্যবধানে।
  • ২০১৯ সালের ২ জুন দ্বাদশ বিশ্বকাপের প্রথম ম্যাচে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ক্যারিয়ারের ৪৬তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে মোস্তাফিজ সেই ম্যাচে ১০ ওভারে ৬৭ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। বাংলাদেশ সেই ম্যাচ জিতে নেয় ২১ রানে।
  • টন্টনে ২০১৯ সালের ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। সেই ম্যাচে ৯ ওভারে ৫৯ রানের বিনিময়ে ৩ উইকেট নেন মোস্তাফিজ। বাংলাদেশ সেই ম্যাচ জিতে ৭ উইকেটের ব্যবধানে। এটি ছিল মোস্তাফিজের ক্যারিয়ারের ৪৯তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ।
  • মঙ্গলবার (২ জুলাই) দ্বাদশ বিশ্বকাপের ৪০তম ম্যাচে এজবাস্টনে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ক্যারিয়ারের ৫২তম ম্যাচ খেলতে নেমে মোস্তাফিজ এই ম্যাচে আবার ১০ ওভারে ৫৯ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন। মূলত তার বোলিং পারফরম্যান্সের কারণেই ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের দলীয় সংগ্রহ ৩১৪ রানে আটকে দেওয়া সম্ভব হয়।

ক্যারিয়ারে ৪৪০.৫ ওভার বোলিং করে ২২৫৮ রানের বিনিময়ে নিয়েছেন ৯৮ উইকেট। এই সময়ে তিনি মেডেন ওভার নিয়েছেন ২২টি।

বিজ্ঞাপন

ভক্তদের আশা এই ম্যাচেও ঘটবে মোস্তাফিজের ক্যারিয়ারের রেকর্ডের পুনরাবৃত্তি। কারণ মোস্তাফিজ যেই ম্যাচেই ৩ বা এর অধিক উইকেট নিয়েছেন তার কোনোটিই হারেনি বাংলাদেশ।

ভক্তদের সেই প্রত্যাশা পূরণ হবে কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। বিশ্বকাপে সেমি ফাইনালে উঠার লড়াইয়ে জয়টা যে আজ খুবই জরুরি।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এসবি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বাংলাদেশ ভারত মোস্তাফিজুর রহমান র‌্যাবিটহোল