একাদশে রুবেল-সাব্বির, নেই মিরাজ-মাহমুদউল্লাহ
২ জুলাই ২০১৯ ১৫:১৪ | আপডেট: ২ জুলাই ২০১৯ ১৫:৩২
চলতি বিশ্বকাপের ৪০তম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলপতি বিরাট কোহলি। দুই দলেই এসেছে দুটি করে পরিবর্তন।
ভারতের বিপক্ষে ম্যাচে নেই ইনজুরিতে পড়া মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে, শিখর ধাওয়ান ইনজুরিতে ছিটকে যাওয়ার পর ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ছিটকে গেছেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন ওঠে, কেমন হতে পারে দুই দলের একাদশ?
ধাওয়ানের পরিবর্তে স্কোয়াডে আসেন রিশব পান্ত আর বিজয়ের পরিবর্তে স্কোয়াডে আসেন মায়াঙ্ক আগরওয়াল। এদিকে, চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা মাহমুদউল্লাহর জন্য টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে।
মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় একাদশে এসেছেন সাব্বির রহমান। আর মেহেদি হাসান মিরাজের জায়গায় একাদশে এসেছেন পেসার রুবেল হোসেন। রুবেল এই বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে ৯ ওভারে ৮৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
এদিকে, ভারতের একাদশে এসেছেন পেসার ভুবনেশ্বর কুমার এবং দীনেশ কার্তিক। বাদ পড়েছেন স্পিনার কুলদীপ যাদব এবং কেদার যাদব।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমান।
ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), রিশব পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও যুভেন্দ্র চাহাল।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি