Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেদের কাছেই টাইগাররা হারছে ১২ রানে


২ জুলাই ২০১৯ ১১:০৫ | আপডেট: ২ জুলাই ২০১৯ ১৩:০৩

ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা। এরপর অবশ্যই কিছুটা ছন্দ পতন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কাছে হেরে। তবে আবারও সঠিক রাস্তায় ফিরেছিল উইন্ডিজ আর আফগানিস্তানকে হারিয়ে। আর প্রশংসা কুড়িয়েছিল অস্ট্রেলিয়ার সাথে লড়াই করেও। এবারের বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং সেরাদের কাতারে। গড়ে প্রতি ম্যাচে ব্যাটিংয়ে টাইগারদের করা রান এবং বোলারদের খরচের রানের ব্যবধান দাঁড়াচ্ছে ১২ তে।

বিজ্ঞাপন

ব্যাটিংটা বিশ্বসেরাদের মতো হলেও, টাইগারদের দুঃশ্চিন্তা আসলে নিজেদের বোলিংটা নিয়ে। এবারের বিশ্বকাপে টাইগারদের সর্বোচ্চ ৩৩৩ এবং নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান এসেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। তবে প্রশংসা কুড়িয়েছিল সকলের।

এবারের বিশ্বকাপে ছয় ইনিংসে ব্যাট করতে মাঠে নেমেছে বাংলাদেশ। আর এই ছয় ইনিংসে তিনবার ৩০০ এর অধিক রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩৩৩ অস্ট্রেলিয়ার বিপক্ষে, দ্বিতীয় সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ম্যাচে ৩৩০, এবং তৃতীয় সর্বোচ্চ উইন্ডিজের বিপক্ষে রান তাড়া করতে নেমে ৩২২। যা এবারের বিশ্বকাপে তাড়া করে জেতা সর্বোচ্চ রানের ইনিংসও বটে।

আগে ব্যাট করে এখন পর্যন্ত বাংলাদেশ ছয় ইনিংসের একটিতে ৩০০ এর অধিক রান তুলেছে। আর বাকি দুই বারের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের সর্বনিম্ন ২৪৪ রান তুলেছে, আর বাকি একবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন ২৬২ রান তুলেছেন।

দ্বিতীয় ইনিংসের তিনটি ম্যাচের মধ্যে দু’টি ম্যাচেই ৩০০ এর গণ্ডি পেরিয়েছে টাইগাররা। এরমধ্যে একটি ম্যাচে উইন্ডিজের বিপক্ষে রান তাড়া করে ৩২২ করে ম্যাচ জেতে টাইগাররা। আর বাকি দুই ম্যাচের একটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৭ রান তাড়া করতে নেমে অল আউট হয় মাত্র ২৮০ রান। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮২ রান লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ শেষ পর্যন্ত তোলে ৩৩৩ রান।

ব্যাট হাতে টাইগারদের ছয় ইনিংসে মোট রান ১৭৭১। আর ম্যাচ প্রতি টাইগারদের গড় সংগ্রহ দাঁড়ায় ২৯৫ রান।

বিজ্ঞাপন

অন্যদিকে বল হাতে ব্যাটিংয়ের ঠিক বিপরতী পারফরম্যান্স টাইগারদের। বল হাতে এবারের বিশ্বকাপের ছয় ইনিংসের চারবারই ৩০০ এর অধিক রান দিয়েছে টাইগার বোলাররা। এর মধ্যে প্রতিপক্ষ আগে ব্যাট করে তিনবার আর সেই তিনবার যথাক্রমে ৩৮৬, ৩২১ এবং ৩৮১ রান করে। আর বাকি একবার দ্বিতীয় ইনিংসে ৩০৯ রান করে দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সামনে ২৪৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিলে কিউইরা ৪৮তম ওভারে ২৪৮ করে ম্যাচ জিতে নেয় দুই উইকেটে। আর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ২৬৩ রানে লক্ষ্য ছুঁড়ে দিলে আফগানরা অলআউট হয় ২০০ রানে।

ছয় ইনিংসে টাইগারর বোলারর মোট রান দিয়েছে ১৮৪৫। আর ম্যাচ প্রতি বাংলাদেশি বোলাররা রান দিয়েছে গড়ে ৩০৭.৫। ব্যাট হাতে যে গড় ২৯৫। আর তাই তো শেষ পর্যন্ত টাইগাররা নিজেদের কাছেই হারছে গড়ে প্রতি ম্যাচে ১২ রানে।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশ-ভারত

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টপ নিউজ টাইগার বাংলাদেশ-ভারত বিশ্বকাপ স্পেশাল

বিজ্ঞাপন

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

নির্যাতন ও নারীর লড়াই
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০১

এক তানজিদের কাছেই হারল চিটাগং
২২ জানুয়ারি ২০২৫ ১৬:৫৭

আরো

সম্পর্কিত খবর