Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে টাইগারদের সুখকর অতীত


১ জুলাই ২০১৯ ২৩:২১

চলতি বিশ্বকাপের ৪০তম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সাম্প্রতিক সময়ে এই দুই দেশের ম্যাচ মানেই হাইভোল্টেজ ম্যাচ। উপমহাদেশের ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ তকমা এখন আর ভারত-পাকিস্তানের ম্যাচে পাওয়া যায় না। কারণ ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ এখন আর আগের মতো ক্রিকেট ভক্তের চাহিদা মেটাতে পারে না। যা মিটিয়ে দেয় বাংলাদেশ-ভারত ম্যাচ।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের পারফরম্যান্স দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুরু হয় টাইগারদের বিশ্বকাপ মিশন। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ উইকেটে হার, তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের পরাজয়। নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। নিজেদের পঞ্চম ম্যাচে জয়ে ফেরে টাইগাররা। উইন্ডিজদের ৭ উইকেটে হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে হারলেও পরাজয়ের আগে হাল ছাড়েনি টাইগাররা। আর সবশেষ আফগানদের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৬২ রানের ব্যবধানে।

বিজ্ঞাপন

চলুন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে টাইগারদের কিছু পারফরম্যান্স:
*** ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩০৭/১০। ২০১৫ সালের ১৮ জুন মিরপুরে এই সংগ্রহ দাঁড় করায় টাইগাররা।
*** ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি মিরপুরে দুই দলের সর্বোচ্চ রান উঠেছিল (৬৫৩)।
*** ভারতের বিপক্ষে সর্বোচ্চ ব্যাটিং গড় মুশফিকুর রহিমের। ৩৫.৫২ গড়ে ভারতের বিপক্ষে রান তুলেছেন মুশি।
*** ভারতের বিপক্ষে এক সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ২০১৫ সালে সিরিজের তিন ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন কাটার মাস্টার।
*** ভারতের বিপক্ষে সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন নাসির হোসেন। ৯ ম্যাচে ৭টি ক্যাচ তালুবন্দি করেন তিনি।
*** ভারতের বিপক্ষে বেস্ট বোলিং ফিগারটি ফিজের দখলে। ২০১৫ সালের ২১ জুন মিরপুরে ভারতের বিপক্ষে ৪৩ রানে নিয়েছিলেন ৬ উইকেট।
*** ভারতের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন লিটন দাস। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ভারতের বিপক্ষে লিটন করেছিলেন ১২১ রান।
*** ভারতের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ রানের জয়টি ২০১৫ সালের ১৮ জুন। মিরপুরে টাইগাররা জিতেছিল ৭৯ রানের ব্যবধানে।
*** ভারতের বিপক্ষে সর্বোচ্চ ৭টি ফিফটি করেছেন সাকিব আল হাসান।
*** ভারতের বিপক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন মাশরাফি। ১৯ ম্যাচে নিয়েছেন ২৩ উইকেট।
*** ভারতের বিপক্ষে সর্বোচ্চ রান মুশফিকের দখলে। ২১ ম্যাচে মুশফিক করেছেন ৬০৪ রান।
*** ওয়ানডেতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ছক্কার মালিক মাশরাফি। ১৯ ম্যাচে ১৪টি ছক্কা হাঁকিয়েছেন টাইগার দলপতি।
*** ভারতের বিপক্ষে উইকেটের ব্যবধানে ছোটো জয়টি এসেছিল ২০০৭ সালের ১৭ মার্চ পোর্ট অব স্পেনে বাংলাদেশ জিতেছিল ৫ উইকেটে।
*** ভারতের বিপক্ষে এক সিরিজে সর্বোচ্চ রান করেছেন সৌম্য সরকার। ২০১৫ সালের সিরিজে সৌম্যর ব্যাট থেকে এসেছিল ১২৮ রান।
*** এক ইনিংসে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ৫টি ছক্কা হাঁকান মাশরাফি। ২০০৭ সালের ১২ মে মিরপুরে মাশরাফি ৫টি ছক্কা হাঁকান।
*** ভারতের বিপক্ষে দুইবার ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
*** ভারতের বিপক্ষে উইকেটের ব্যবধানে সর্বোচ্চ জয়টি এসেছিল ২০১৫ সালে। সে বছরের ২১ জুন মিরপুরে ৬ উইকেটে জিতেছিল টাইগাররা।
*** ওয়ানডেতে ভারতের বিপক্ষে রানের ব্যবধানে ছোটো জয়টি ২০০৪ সালের ২৬ ডিসেম্বর। মিরপুরের সেই ম্যাচে টাইগাররা জিতেছিল ১৫ রানে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুলাই) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বাংলাদেশ-ভারত র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর