Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যাজার্ডের পর পাঁচ ফুটবলারকে বিদায় জানালো চেলসি


১ জুলাই ২০১৯ ২০:০৭

চেলসি শিবিরে যেন শূন্যতা ঘিরে ধরেছে। রিয়াল মাদ্রিদে ইডেন হ্যাজার্ড চলে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে আরও পাঁচ ফুটবলারকে বিদায় বলে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের হ্যাভিয়েট দলটি। তাদের মধ্যে লিজেন্ড ডিফেন্ডার গ্যারি কাহিল ও গঞ্জালো হিগুয়েন আছে।

অল ব্লুসদের সঙ্গে গ্যারির চুক্তি শেষ হওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছে চেলসি। সাবেক এই ইংলিশ ডিফেন্ডার ব্লুস জার্সিতে ৩ শটি ম্যাচ খেলেছে। এবং আটটি মেজর ট্রফি জিতেছে। ৩৩ বছর বয়সী এই ফুটবলার চেলসির হয়ে প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন।

বিজ্ঞাপন

গ্যারির সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন না হওয়ায় ব্লুস শিবির ছাড়তে হচ্ছে তরুণ মিডফিল্ডার কাইল স্কট, অভিজ্ঞ গোলরক্ষক রব গ্রিন এবং ইদুয়ার্দোকেও।

তাছাড়া এই মৌসুমে জুভেন্টাস থেকে চেলসিতে নাম লেখানো গঞ্জালো হিগুয়েনও বিদায় নিচ্ছেন ব্লস শিবির থেকে। সম্ভাব্য আবার জুভেন্টাসেই ফিরতে চলেছেন এই আর্জেন্টাইন লোন হিসেবে। সাবেক চেলসি বস মাউরিও সারি তাকে সামনের জানুয়ারিতে জুভেন্টাসে লোন হিসেবে নিতে চেলসিকে অনুরোধ করেছেন।

সারাবাংলা/জেএইচ

ইংলিশ প্রিমিয়ার লিগ গঞ্জালো হিগুয়েন গ্যারি কাহিল চেলসি

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর