টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের
৩০ জুন ২০১৯ ১৫:০৪ | আপডেট: ৩০ জুন ২০১৯ ১৫:১০
বিশ্বকাপের ৩৮তম ম্যাচে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। সেমি ফাইনালের টিকিট নিশ্চিতের লক্ষ্যে ভারত মাঠে নামবে আর অন্যদিকে নানান পরিসংখ্যানের উপর ভর করে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে লড়বে ইংল্যান্ড।
সেমি ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে ভারতের বিপক্ষে রোববার (৩০ জুন) বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে নামবে স্বাগতিক ইংল্যান্ড। গ্রুপ পর্বে এখন পর্যন্ত অপরাজিত আছে কোহলির দল। পয়েন্ট টেবিলেও আছে দুই নম্বরে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। গাজী টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
বিশ্বকাপে মুখোমুখি দুই দল: মোট ম্যাচ: ০৭টি ভারত জয়ীঃ ০৩টি, ইংল্যান্ড জয়ীঃ ০৩টি, পরিত্যক্তঃ ১টি, ড্রঃ ০টি। মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ৯৯টি, ভারত জয়ী: ৫৩টি, ইংল্যান্ড জয়ী: ৪১টি। ড্র: ২টি ম্যাচ পরিত্যক্ত: ৩টি।
ইংল্যান্ড একাদশ: ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জস বাটলার, জোফরা আর্চার, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস এবং মার্ক উড।
ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), রিশব পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও যুভেন্দ্র চাহাল।
দুই দলের অবস্থান: আইসিসির প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। স্বাগতিক ইংল্যান্ডকে হটিয়ে বিশ্বকাপ চলাকালীন সময়েই শীর্ষে উঠে এসেছে কোহলিরা। অন্যদিক ১২২ রেটিং পয়েন্ট নিয়ে ২য় স্থানে নেমে গেছে ইংলিশরা।
এবারের বিশ্বকাপে ভারতের উড়ন্ত সূচনা আর অন্যদিকে শুরুটা ভালো হলেও সেমির টিকিট নিয়ে অনিশ্চয়তায় ভুগছে ইংলিশরা এখনো। বিশ্বকাপে খেলা ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে ভারত আর বাকি এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত। অন্যদিকে সাত ম্যাচ খেলে ইংলিশদের জয় চারটিতে আর হার বাকি তিন ম্যাচে।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এসএস/এমআরপি