Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকে থাকার লড়াইয়ে ইংলিশদের সামনে অপরাজিত ভারত


২৯ জুন ২০১৯ ২৩:০৭

বিশ্বকাপের সেমি ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে ভারতের বিপক্ষে রোববার (৩০ জুন) বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে নামবে স্বাগতিক ইংল্যান্ড। গ্রুপ পর্বে এখন পর্যন্ত অপরাজিত আছে কোহলির দল। পয়েন্ট টেবিলেও আছে দুই নম্বরে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। গাজী টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

দুই দলের অবস্থান:
আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। স্বাগতিক ইংল্যান্ডকে হটিয়ে বিশ্বকাপ চলাকালীন সময়েই শীর্ষে উঠে এসেছে কোহলিরা। অন্যদিক ১২২ রেটিং পয়েন্ট নিয়ে ২য় স্থানে নেমে গেছে ইংলিশরা।

বিজ্ঞাপন

তবে ম্যাচটি যখন বিশ্বকাপের তখন রেটিং পয়েন্ট কিংবা র‌্যাংকিংয়ের অবস্থান দিয়ে ম্যাচের গুরুত্ব বিশ্লেষণ হয় না। ম্যাচের উত্তাপের দেখা মেলে কেবল খেলার ময়দানেই। যেখানে সমানে সমান লড়াই করে দু’দল। আর বিশ্বকাপের মঞ্চেও ভারতের বিপক্ষে ইংলিশদের লড়াইটা হবে সমানে সমান।

এবারের বিশ্বকাপে ভারতের উড়ন্ত সূচনা আর অন্যদিকে শুরুটা ভালো হলেও সেমির টিকিট নিয়ে অনিশ্চয়তায় ভুগছে ইংলিশরা এখনো। বিশ্বকাপে খেলা ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে ভারত আর বাকি এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত। অন্যদিকে সাত ম্যাচ খেলে ইংলিশদের জয় চারটিতে আর হার বাকি তিন ম্যাচে।

ব্যাট হাতে ভারতীয় ওপেনার রোহিত শর্মা আছেন দারুণ ফর্মে আর বল হাতে বিশ্বকাপ মাতাচ্ছেন জাসপ্রিত বুমরাহ। অন্যদিকে ইংলিশদের হয়ে জনি বেয়ারেস্টো ব্যাট হাতে নাচাচ্ছেন বোলারদের আর জোফরা আর্চার ঘুম হারাম করছেন ব্যাটসম্যানদের। সেমি ফাইনালের টিকিট নিশ্চিতের লক্ষ্যে ভারত মাঠে নামবে আর অন্যদিকে নানান পরিসংখ্যানের উপর ভর করে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে লড়বে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

ভেন্যু:
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর দ্বিতীয় সেমিফাইনাল সহ মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশ বনাম ভারতের হাইভোল্টেজ ম্যাচটিও অনুষ্ঠিত হবে এই মাঠেই। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে ২ জুলাই দুপুর সাড়ে তিনটায়।

১৮৮২ সালে অনুষ্ঠিত স্টেডিয়ামটির টেস্ট ক্রিকেটে আবির্ভাব ঘটে ১৯০২ সালে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ দিয়ে। আর সর্বশেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় ২০১৮ সালে ভারতের বিপক্ষে। ১৯০২ সালে টেস্টে অবিষেক ঘটলেও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা শুরু হয় ১৯৭২ সালে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হয় ওডিআই ক্রিকেটে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডের যাত্রা। প্রায় ২৫ হাজার দর্শক একসাথে ম্যাচ উপভোগ করতে পারবেন এই মাঠে। ২০১৭ সালে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে এই মাঠেই খেলেছিল টাইগাররা। সে ম্যাচে যদিও ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল লাল-সবুজদের। ১৯৭২ সালে অভিষেকের পর থেকে অনুষ্ঠিত হওয়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ইংল্যান্ডের। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০৮ রানই এই স্টেডিয়ামের এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

বিশ্বকাপে মুখোমুখি দুই দল: মোট ম্যাচ: ০৭টি ভারত জয়ীঃ ০৩টি, ইংল্যান্ড জয়ীঃ ০৩টি, পরিত্যক্তঃ ১টি, ড্রঃ ০টি। মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ৯৯টি, ভারত জয়ী: ৫৩টি, ইংল্যান্ড জয়ী: ৪১টি। ড্র: ২টি ম্যাচ পরিত্যক্ত: ৩টি।

দৃষ্টি থাকবে যাদের ওপর: জেসন রয়, জোফরা আর্চার (ইংল্যান্ড), ভারত: বিরাট কোহলি, জাসপ্রতি বুমরাহ (ভারত)।

বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, জোফরা আর্চার, লিয়াম ডসন, জেমস ভিঞ্চ, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস এবং মার্ক উড।

বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), রিশব পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও যুভেন্দ্র।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এসএস/এমআরপি

ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ভারত র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর