Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া


২৯ জুন ২০১৯ ১৮:৪১

ইংল্যান্ড বিশ্বকাপে সবার আগে সেমি ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপের ৩৭তম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি দলপতি অ্যারন ফিঞ্চ।

নিজেদের খেলা সাত ম্যাচের ছয়টিতে জয় আর কেবল একটি হারে ১২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলে সবার শীর্ষে অস্ট্রেলিয়া। অন্যদিকে অলৌকিক কিছু না ঘটলে নিউজিল্যান্ডেরও সেমি ফাইনাল নিশ্চিত। এমন পরিসংখ্যানকে সামনে রেখে লন্ডনের লর্ডসে মুখোমুখি হয়েছে দুই দল। শনিবার (২৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় ম্যাচটি।

বিজ্ঞাপন

দুই দলের অবস্থান:
আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড, আর ১১২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ৫ম স্থানে আছে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের সেমি নিশ্চিত করা অজিরা নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছিল। আর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উইন্ডিজকে হারিয়েছিল ১৫ রানে। তৃতীয় ম্যাচে অবশ্য ভারতের কাছে হেরেছে ৩৬ রানে। এরপর পাকিস্তানের বিপক্ষে ৪১ রানের জয় দিয়ে আবারও জয়ের ধারায় ফেরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। পরে বাংলাদেশকে হারিয়ে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপর স্বাগতিক ইংলিশদের উড়িয়ে নিশ্চিত করে বিশ্বকাপের সেমি। ইংলিশদের নিজেদের শেষ ম্যাচে ৬৪ রানে হারিয়েছিল অজিরা।

অন্যদিকে ইংল্যান্ড বিশ্বকাপে দারুণ শুরু হয়েছিল কিউইদের। প্রথম তিন ম্যাচের প্রত্যেকটি ম্যাচেই জয় আর চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় কিউইদের ম্যাচ। এরপর উইন্ডিজদের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়। আর নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হার ৬ উইকেটের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে, এরপরের ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছে, আফগানদের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়। ভারতের বিপক্ষে পরিত্যক্ত আর এরপর দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারায় কিউইরা। এরপর উইন্ডিজের বিপক্ষে মাত্র ৫ রানের নাটকীয় জয়। তবে শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল কিউইরা। এবার বিশ্বকাপের সেমি নিশ্চিতের লক্ষ্যে অজিদের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ: ১০টি, নিউজিল্যান্ড জয়ী: ৩টি। অস্ট্রেলিয়া জয়ী: ৭টি। মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ১৩৩টি নিউজিল্যান্ড জয়ী: ৩৩টি। অস্ট্রেলিয়া জয়ী: ৯০টি। ড্র: ০টি ম্যাচ পরিত্যক্ত: ৮টি।

বিশ্বকাপে দু’দলের শেষ ম্যাচের ফলাফল: বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৬৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

বিশ্বকাপে অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জেসন বেহেনড্রফ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, উসমান খাজা, নাথান লায়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ নিউজিল্যান্ড র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর