সেমির লড়াইয়ে রইলো বাকি তিন
২৯ জুন ২০১৯ ১০:৪২ | আপডেট: ২৯ জুন ২০১৯ ১৪:১২
ইংল্যান্ড বিশ্বকাপ শেষ সপ্তাহে জমে উঠেছে অনেকটা। অস্ট্রেলিয়া সেমি নিশ্চিত করেছে ইংলিশদের হারিয়ে। আর সমীকরণ বলে অলৌকিক কিছু না ঘটলে ভারত এবং নিউজিল্যান্ডের সেমিও নিশ্চিত। সেমিফাইনালের রইলো বাকি আর মাত্র একটি স্থান। আর চতুর্থ দল হিসেবে সেমির টিকিট পেতে লড়ছে তিনটি দল ইংল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তান। আর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে লড়াই থেকে ছিটকে গেছে চতুর্থ দল শ্রীলঙ্কা।
পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে ইংল্যান্ড, পাঁচে বাংলাদেশ আর ছয়ে আছে পাকিস্তান। তিন দলের সামনেই এখনো সুযোগ আছে সেমিফাইনালে ওঠার। ইংল্যান্ডের পয়েন্ট ৭ ম্যাচের চারটিতে জিতে ৮, বাংলাদেশের পয়েন্ট ৭ ম্যাচের তিনটি জয় আর একটি ড্র’তে ৭ আর বাংলাদেশের সমান জয়-পরাজয়-ড্র নিয়ে বাংলাদেশের পেছনে অবস্থান করছে পাকিস্তান।
তবে শুক্রবার (২৮ জুন) পর্যন্তও সেমি ফাইনালের ওঠার স্বপ্নে বিভোর ছিল শ্রীলঙ্কা। কারণ ৬ ম্যাচে তাদের দুই জয় আর দুই ড্র’তে পয়েন্ট ছিল ৬, হাতে ছিল আরও তিনটি ম্যাচ। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সে স্বপ্নে গুড়ে বালি। বর্তমানে ৭ ম্যাচে ৩ হার, ২ জয় আর ২ ড্র’তে লঙ্কানরা অবস্থান করছে পয়েন্ট টেবিলের সাথে।
আর তাই চতুর্থ দল হিসেবে সেমির স্বপ্ন দেখছে তিনটি দল। এর মধ্যে সব থেকে ভাল অবস্থানে আছে ইংলিশরা। কারণ, সমান সংখ্যক ম্যাচে ইংলিশদের নামের পাশে আছে ৮ পয়েন্ট। অন্যদিকে বাকি দুই দলের আছে ৭ পয়েন্ট।
বাংলাদেশের সেমির লক্ষ্য পূরণ করতে হলে নিজের বাকি থাকা দুই ম্যাচ ভারত এবং পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে। আর সেই সাথে ইংলিশদের দুই ম্যাচেই হারের জন্য পার্থনা করতে হবে। আর ইংলিশরা তাদের বাকি থাকা ম্যাচ দু’টি জিতলেই সরাসরি চলে যাবে সেমি ফাইনালে। অন্য কোনো সমীকরণের দিকে তাকাতেও হবে না তাদের।
আর পাকিস্তানের ক্ষেত্রে তা আরও বেশি জটিল। নিজেদের দুই ম্যাচ তো জিততেই হবে সাথে অন্য দুই দলের হারের জন্য অপেক্ষাও করতে হবে। আর সেই সাথে খেয়াল রাখতে হবে নেট রানরেটেরও।
ইংল্যান্ড তাদের পরবর্তী দুই ম্যাচ খেলবে ৩০ জুন ভারতের বিপক্ষে এবং ৩ জুলাই নিউজিল্যান্ডের বিপক্ষে। আর বাংলাদেশ তাদের শেষ দুই ম্যাচ খেলবে ২ জুলাই ভারতের বিপক্ষে এবং ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ছাড়াও ২৯ জুন খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: বেয়ারেস্টোর মন্তব্যে চটেছেন ভন-পিটারসন
সারাবাংলা/এসএস
ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টপ নিউজ পাকিস্তান বাংলাদেশ বিশ্বকাপ স্পেশাল সেমি ফাইনাল